অযাচিত নগ্ন ছবি ডিলিট করার জন্য নতুন একটি ফিল্টার এসেছে টুইটারে। সেফ ডিএম (Safe DM) নামের ফিল্টারটি যৌনাঙ্গের ছবি পাঠানো বন্ধের পাশাপাশি ডিলিট করতে পারবে।
ডেভেলপার কেলসি ব্রেসার অপরিচিত এক পুরুষের কাছ থেকে নগ্ন ছবি পাওয়ার পর নতুন এই ফিল্টারের কথা ভাবেন।
মিস ব্রেসার বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ইচ্ছা করলে তার ব্যবহারকারীদের সাইবারফিশিং থেকে আরও রক্ষা করতে পারে।
নতুন এই ফিল্টারটি অন্য যোগাযোগমাধ্যমে এখনই ব্যবহার করা যাবে না বলে বিবিসিকে জানিয়েছেন ব্রেসার, ‘অন্য সাইটে এটি ব্যবহার করার বিষয়ে আমরা আলোচনার পর্যায়ে আছি।’
সেফ ডিএম টিমের দাবি, ফিল্টারটি তৈরি করার পর সাধারণ মানুষের থেকে তারা ৪ হাজার নগ্ন ছবি পেয়েছেন। প্রায় সবগুলোই ডিলিট হয়ে গেছে।
বাজফিড নিউজ ফিল্টারটি ব্যবহার করে দেখেছে পুরুষদের যৌনাঙ্গের ছবি ডিলিট করতে সেফ ডিএম খুবই দক্ষ। তবে কখনো কখনো কয়েক মিনিট সময় লেগে যায়।
সেফ ডিএম ব্যবহার করার জন্য টুইটার অ্যাকাউন্টে একটি প্লাগইন সফটওয়্যার যোগ করতে হবে। একই সঙ্গে ডিরেক্ট মেসেজের অ্যাকসেস দিতে হবে।
সফটওয়্যারটি লিঙ্গের ছবি শনাক্ত করে উভয় ব্যবহারকারীকে সতর্ক করে ছবি ডিলিট করবে।
ফিল্টারটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই ব্যবহার করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত ছবির জন্য প্রায়ই হয়রানির শিকার হন নারীরা। দুই বছর আগে পিউ রিসার্চের এক জরিপে দেখা যায়, ১৮ থেকে ২৯ বছর বয়সী ৫৩ শতাংশ নারীর ইনবক্সে বাজে ছবি পাঠান পুরুষেরা।