সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে শহীদুল ইসলাম রাসেল (১৯) ও আবদুল আহাদ (২২) নামের দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নুরুজ্জামান জানান, সোমবার ফেসবুকে ‘ফেনীর আয়না’ ও ‘ফেনীর প্রহর’ নামের দুটি গ্রুপে জেলা পুলিশের এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে একটি ভুয়া খবর প্রকাশ করে। বিষয়টি পুলিশ বিভাগের নজরে এলে এ বিষয়ে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ।
তদন্তকারী কর্মকর্তারা জানান, সোমবার আবু তাহের নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ‘ফেনীর আয়না’ গ্রুপের এডমিন আহাদ ও ‘ফেনীর প্রহরের’ এডমিন রাসেল যাচাই-বাছাই না করে জেলা পুলিশের বিরুদ্ধে একটি গুজবটি গ্রুপে প্রচার করে। পুলিশ গ্রুপের এডমিনদের কৌশলে ডেকে এনে আটক করে। পরে ডিবির এসআই কাজী গোলাম মহিউদ্দিন বাদী হয়ে আইসিটি আইনে তিন জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। মূল পোস্টকারী আবু তাহের পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত রাসেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকার নজিব উদ্দিন ভূঞা বাড়ির কবির আহম্মদের ছেলে ও আহাদ কাজীরবাগের আবদুল রশিদ কাজী বাড়ির আবদুর রহমানের ছেলে। তদন্তের স্বার্থে আবু তাহেরের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি গোয়েন্দা পুলিশ।