আগামীতে ফেসবুক প্ল্যাটফর্মে দর্শনীর বিনিময়ে সম্প্রচার করতে পারবেন স্ট্রিমাররা। এ ছাড়াও লাইভ ভিডিও সম্পর্কিত অনেকগুলো ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্টটি।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ‘অনলাইন-অনলি’ ফেসবুক ইভেন্ট খুলতে এবং সে ইভেন্টে সরাসরি সম্প্রচার করার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারীরা। ফেসবুক পেজ মালিক এবং অ্যাডমিনরা এ ধরনের সরাসরি সম্প্রচারের জন্য দর্শনীও দাবি করতে পারবেন ব্যবহারকারীদের কাছে।
সুবিধাটি সঙ্গীতশিল্পী, কৌতুক অভিনেতা, রন্ধন শিক্ষা, ফিটনেস কোচিং এবং বিভিন্ন ভার্চুয়াল ইভেন্ট আয়োজকদের সহযোগিতা করবে বলে মন্তব্য করেছে এনগ্যাজেট। চাইলে এ প্রক্রিয়ায় অনুদান সংগ্রহ করতে পারবে অলাভজনক প্রতিষ্ঠানও, ‘লাইভ স্ট্রিমে’ জুড়ে নেওয়া যাবে ‘ডোনেট’ বাটন।
এদিকে, আবারও ‘লাইভ উইথ ফিচার’ ফিরিয়ে আনছে ফেসবুক। ফলে ইভেন্টে আমন্ত্রণ জানানো যাবে ফেসবুক বন্ধুদেরকেও। ফেসবুক লাইভ ভিডিও’র শুধু অডিও শোনার ফিচার চলে এসেছে এরই মধ্যে। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে বা ইন্টারেনেট সংযোগের বাইরে থাকলেও সমস্যা নেই, ‘টোল ফ্রি’ নম্বরে কল করলেই শোনা যাবে লাইভ স্ট্রিমের অডিও।
এ সপ্তাহে গেম স্ট্রিমের জন্য নিয়ে আসা হয়েছে ফেইসবুক গেমিং অ্যাপ। অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেই গেইম স্ট্রিম করা সম্ভব হবে। নিজেদের ‘স্টারস’ প্রক্রিয়াও অনেক দেশ ও পেইজের জন্য নিয়ে আসছে ফেসবুক। স্টারস প্রক্রিয়াটি অনেকটা টুইচের বিটসের মতো। স্টার কিনে তা স্ট্রিমারদেরকে দিতে পারেন দর্শকরা, প্রতিটি স্টারের জন্য এক সেন্ট করে পেয়ে থাকেন স্ট্রিমাররা।
লাইভ ভিডিও আপডেট এসেছে ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামেও। এখন ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণে থেকেই লাইভ স্ট্রিম করা সম্ভব হবে। সুবিধাটি এ মাসের শুরুতেই নিয়ে এসেছে ফেসবুক। সামনে স্ট্রিম সেভ করে রাখার ব্যাপারেও আপডেট আসছে। ওই আপডেটে আইজিটিভি-তে ইনস্টাগ্রামের লাইভ ভিডিও সেভ করে রাখা যাবে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।