ম্যাসিভ হার্ট অ্যার্টাকে আক্রান্ত হয়ে এই দুঃসময়ে বিদায় নিলেন জাতির শিক্ষক, জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী যিনি জেআরসি নামে বিপুল পরিচিত ছিলেন। দেশের বড় অনেক প্রকল্প বাস্তবায়নে যার নাম জড়িয়ে আছে তিনি ছিলেন ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রথমদিকের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরাট আস্থার জায়গা। ২০০০ সালের দিকে গঠিত আইসিটি টাস্কফোর্সের অন্যতম সদস্য ছিলেন।
ওইসময় জননেত্রী শেখ হাসিনার আগ্রহে জামিলুর রেজা চৌধুরীর সাথে আইসিটি খাতে কাজ করেছিলেন আরেক তথ্যপ্রযুক্তিবিদ মাহবুব রহমান রুহেল। আইসিটি খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ২০০০ সালের দিকে জামিলুর রেজা চৌধুরীর সাথে একটি কর্মসূচি পরিচালনা করেন ইউনিভার্সিটি অফ টেক্সাস (আর্লিংটন) গ্র্যাজুয়েট মাহবুব রহমান রুহেল। সেই কর্মসূচি নিয়ে আইভি লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক এক জার্নালে একটি নিবন্ধও প্রকাশিত হয়েছিল।
মাহবুব রহমান রুহেল তথ্যপ্রযুক্তিবিদ জামিলুর রেজা চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন, বহুগুণের অধিকারী, তথ্যপ্রযুক্তিবিদ জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী (জেআরসি) এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে আমার তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি আমার ১ম কোম্পানী বেইজ লিমিটেড প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে তিনি অপরিসীম ভূমিকা রেখেছেন। আমরা তার ঋণ কখনো শোধ করতে পারবোনা। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।