করোনার মহামারির দিনে হু হু করে বাড়ছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটিকের জনপ্রিয়তা। ইতিমধ্যে দুইশ কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।
সম্প্রতি টিকটকের অ্যাপের বিশাল এই অর্জনের বিষয়টি সম্পর্কে জানিয়েছে বিশ্লেষণী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার।
বছরের প্রথম প্রান্তিকটা ভালোই কেটেছে টিকটকের। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর মিলে দুইশ’ কোটি বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে অ্যাপটি।
মাত্র পাঁচ মাস আগেই ১৫০ কোটি বারের বেশি ডাউনলোড হয়ে গিয়েছিল টিকটক অ্যাপ। এরপর অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর মিলে আরও ৫০ কোটি বারের বেশি ডাউনলোড হয় ভিডিও শেয়ারিং অ্যাপটি।
জানা যায়, টিকটক সবচেয়ে বেশি ডাউনলোড করেছে ভারতের মানুষ। মোট ডাউনলোডের প্রায় ৩০.৩ শতাংশই এসেছে দেশটি থেকে। এরপর ৯.৭ শতাংশ নিয়ে আছে চীন। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, ৮.২ শতাংশ নিয়ে।
২০১৬ সালের সেপ্টেম্বরে টিকটক বাজারে আনে প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স। অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠে এটি। ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেওয়া যায় অ্যাপটির মাধ্যমে। এই অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে অল্পবয়সীরাই বেশি।