হোয়াটসঅ্যাপে আগে একসঙ্গে চারজন গ্রুপ ভিডিও কল কিংবা অডিও কল করতে পারবেন। চারজন থেকে বাড়িয়ে আটজনকে ভিডিও কল কনফারেন্সের সুযোগ দিয়েছে হোয়াটসঅ্যাপ।
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের ফলে মানুষ আছেন হোম কোয়ারেন্টিনে। ফলে বাসা-বাড়িতে বসেই অফিসের কাজ সারতে হচ্ছে। তাই কল কনফারেন্স বেড়েছে। ব্যবহারকারীদের চাহিদার প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ ভিডিও-অডিও কলে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়াল।
এর আগে হোয়াসটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ডিংয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে। যাতে করে মানুষ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের সহযোগিতায় গুজব ছড়াতে না পারে। এছাড়াও হোয়াটসঅ্যাপ অতি-সম্প্রতি মাল্টি ডিভাইস লগইন সাপোর্ট এনেছে। এবার বাড়াল অডিও-ভিডিও কলে অংশগ্রহণকারীদের সংখ্যা।
শুরুতে এই সুবিধা অ্যানড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাবেন। অচিরেই আইওএস ডিভাইসেও এই সুবিধা পাওয়া যাবে। এজন্য অ্যানড্রয়েড প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে।