করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই বিশ্বের বেশিরভাগ প্রতিষ্ঠান কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা দিয়েছে। বাসা থেকে কাজ করার সুবিধা এখনও পাচ্ছেন অনেকে। তবে করোনায় সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক হলেও টুইটারের কর্মীরা ঘরে বসেই কাজ করতে পারবেন।
টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যাক ডরসি জানিয়েছেন, লকডাউন উঠে গেলেও টুইটারের কর্মীদের হয়তো আর কখনোই অফিসে যেয়ে কাজ করতে হবে না। বাড়ি থেকে সবসময়ের জন্য কাজ করার অনুমতি দেয়া হবে।
শুধুমাত্র প্রয়োজনেই অফিসে আসতে বলা হবে বলে জানিয়েছেন টুইটারের এক মুখপাত্র। তিনি বলেন, গত কয়েক মাস প্রমাণ করেছে যে আমরা ঘরে থেকেই কাজ করতে পারি। সুতরাং কর্মীরাদের চাওয়াটাকেই আমরা সবসময় প্রাধান্য দেবো।
দিল্লী, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী টুইটারের মোট ৩৫টি অফিস আছে।