প্রকাশ পেয়েছে জি-বাংলা রিয়েলিটি শো ‘সারেগামা’ থেকে পরিচয় পাওয়া বিতর্কিত গায়ক নোবেলের সেই গান ‘তামাশা’। কিন্তু গানটিতে যেন হতাশ হয়েছে দর্শক মহল। প্রকাশের সাত ঘণ্টার মধ্যেই গানটি ৪১ লাখের বেশি বার ভিউ হয়েছে। তবে গানটিতে ঝড়ের বেগে পছন্দের থেকে অপছন্দই প্রকাশ করছেন দর্শকরা। আর এটি বেড়েই চলেছে ।
গানটি নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এখন পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ১৮ হাজার ও ডিসলাইক পড়েছে ১৩ হাজারেও বেশি।
‘তামাশা’ গানটি নোবেলের তৃতীয় মৌলিক গান। তবে বাংলাদেশে এটি প্রথম। আগের দুটি গান কলকাতায় প্রকাশ হয়েছে।
নোবেলের এই তামাশা গানের মডেল তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমূল হাসান।