ওয়েব ভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরির সুনির্দিষ্ট ‘নীতিমালা’ তৈরির দাবি জানিয়ে অনলাইনে প্রকাশ হওয়া ওয়েব সিরিজ ‘বুমেরাং’ এবং ‘আগস্ট ১৪’ এর অশ্লীল দৃশ্য অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দেশীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ বিরোধী অনুপোযোগী কনটেন্ট সরাতে সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়ে রোববার (১৪ জুন) এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ।
এছাড়া এসব ওয়েব সিরিজ প্রদর্শনের ক্ষেত্রে কেন নীতিমালা তৈরি করা হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ই-মেইল যোগে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পরিচালক, আইজিপি, সিআইডির উপ-মহাপরিদর্শক বরাবর এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে অনলাইনে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার ‘আগস্ট ১৪’ এবং ওয়েব সিরিজ ‘বুমেরাং’ পর্নোগ্রাফি ও ডিজিটাল সিকিউরিটি আইনের লংঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আদনান ফারুক হিল্লোল ও নাজিয়া হক অর্ষা অভিনীত ওয়েব সিরিজের নাম ‘বুমেরাং’। মুক্তি পেয়েছে ঈদে। আর গত ২৭ মে অনলাইনে মুক্তি পেয়েছে ‘সত্য ঘটনা অবলম্বনে’ শিহাব শাহীন পরিচালিত ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’।