করোনা মহামারীর মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সমাবশস্থলের আসন পুরোপুরি পূর্ণ না হওয়া এ নিয়ে আলোচনা উঠেছে।
আলজাজিরা জানায়, ওকলাহোমার টুলসাতে নির্বাচনী সমাবেশে ১৯ হাজার আসনের পুরোটা ভরেনি। করোনা আতঙ্কের কারণে উপস্থিতি কমে গেলেও এর আংশিক কৃতিত্ব আসলে টিকটক ও কোরিয়ান পপ মিউজিক ভক্তদের।
সমাবেশের আগে ট্রাম্প দাবি করেছিলেন ব্যাংক অব ওকলাহোমা সেন্টারের এই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে প্রায় ১০ লাখ লোক টিকেট চেয়ে অনুরোধ জানিয়েছে।
কিন্তু অনুষ্ঠান শুরুর পর দেখা যাচ্ছে সেন্টারের ভেতরের মোট আসনই পূর্ণ হয়নি। ফলে জনসভায় আসা সমর্থক যারা ভেতরে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষমাণ, তাদের জন্য আলাদা ভাষণের পরিকল্পনাও বাতিল করা হয়।
টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজাররা রবিবার জানিয়েছেন, ট্রাম্পের সমাবেশে যাওয়ার জন্য তারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন। সমাবেশের আসন বুক করলেও আসলে না যাওয়ার ইচ্ছা থেকেই তারা রেজিস্ট্রেশন করেছিলেন। ফলে সমাবেশের দিন দেখা যায়, অনেক আসন খালি পড়ে আছে।
অতিরিক্ত ভিড়ের হবার আশঙ্কায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বক্তব্যও বাতিল করা হয়েছিল।
জনসভাস্থলের ভেতরে এরপরে বাইরে অপেক্ষমাণদের উদ্দেশ্য করে আলাদাভাবে এই বক্তব্য দেয়ার কথা ছিল তাদের। সেটি বাতিল করা হলেও দেখা গেল ভেতরের আসনই পূর্ণ হয়নি।
ট্রাম্পের নির্বাচনী প্রচারকেরা জানান, এই সমাবেশকে রিপাবলিকানদের পুনরোজ্জীবিত করার একটা উপায় হিসেবে দেখেছিলেন তারা। যেহেতু সাম্প্রতিক একটি জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্রেট প্রতিদ্বন্ধী জো বাইডেনের সমর্থন বাড়ছে সেখানে।
করোনা পরিস্থিতির মধ্যে নানাভাবে লোক টানার চেষ্টা করা হয়েছিল। সে জন্য নেয়া হয়েছিল স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও। মাস্ক ফ্রি দেয়া, তাপমাত্রা বিষয়গুলোও রেজিস্ট্রেশনের সময় বলা হয়।
এদিকে ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ টুইটারে টিকটক ইউজার ও কেপপ ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, টিকটক এবং কেপপ টিনরা তোমরা আসলে দারুণ কাজ করেছ। ভুয়া রেজিস্ট্রেশন করে ও টিকেট বুক করে ফেলেছ। এই করোনার মধ্যেও লাখ লাখ মানুষের জনসমাবেশ ডাকা হয়েছিল মূলত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠতবাদীদের জড়ো করা করতে।