সম্প্রতি বাংলা বলে ভাইরাল হয়েছে কানাডার এক যুবক। নাম তার বোরজা ইয়াঙ্কি। নামে হয়তো বাঙালি নেটিজেনের কাছে পরিচিত না তবে ছবিতে/চেহারায় সবাই তাকে চিনে।
মূলত হাসিভরা মুখের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় বোরজা। এক গাল হাসি নিয়ে কোনও মজার কথা বলেন বিভিন্ন ভিডিওতে। আর তাতেই মশগুল নেট দুনিয়া।
আমরা করোনার চাইতে শক্তিশালী, আহো ভাতিজা আহো, নোয়াখালী বিভাগ চাই, এছাড়া মাহফুজুর রহমানের গান ‘ঘুমাতে পারিনা সারারাত ধরে বুকের ভিতর হাহাকার করে’ গেয়ে ভাইরাল হয় এই যুবক।
এই ছোট ছোট ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। কিছু ভিডিও শেয়ার হয়েছে ৫০ হাজারের উপরেও।
বোরজা ইয়াঙ্কির ফেসবুক পেজে গিয়ে দেখা যায় পিছনের ভিডিওগুলো তেমন ভিউ ও শেয়ার ছিলো না কিন্তু বাংলায় ভিডিও দেয়ার পরই মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। এছাড়া বেড়েছে এই যুবকের ফ্যান ফলোয়ার।
কানাডাবাসী বোরজা বাংলা জানলেন কী করে? অনেকেই করছেন এই প্রশ্ন। তবে এর কোন উত্তর এখনও পাওয়া যায়নি।
জানা যায়, বোরজা কানাডার ম্যানিটোবাতে বাস করে। তিনি একজন মডেল ও অ্যাথেলেট।