শিশু-কিশোরদের জন্য নিরাপদ, মজাদার এবং শিক্ষণীয় ভিডিও শেয়ারিংয়ের জন্য বাংলাদেশে প্রথম এলো বেবিটিউব অ্যাপ। বুধবার রাতে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যুক্ত হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ অনেকে।
বেবিটিউবে শিশুদের বিকাশের পথে বাধা হয় এমন কোনো ভিডিও ছাড়া যে কোন ভিডিও আপলোড করা যাবে এতে। এছাড়া যে কেউই এই অ্যাপে ভিডিও আপলোড দিতে পারবে। অ্যাপটিতে প্রতিটি শিশু-কিশোরকে নিরাপদে ইন্টারনেট ব্যবহারে গুরুত্ব দেয়া হয়েছে। কিশোরদের জন্য ক্ষতিকর এমন কিছুও থাকবে না নতুন এ অ্যাপটিতে।
এখানে শিশু-কিশোরদের জন্য খেলাধুলা, কার্টুন, পড়াশোনা, মুভি, নাটক, গেম, গান, গজল, ট্রাভেল, ব্লগ, টেকনোলজি ক্যাটাগরির ভিডিও আপলোড করা যাবে। তবে সেগুলো হতে হবে শিশু-কিশোরদের জন্য ইতিবাচক ও মজাদার কিছু।
শিশুদের বিজ্ঞানের আশির্বাদ থেকে বঞ্চিত না করে তাদেরকে সঠিক এবং শিক্ষণীয় জিনিসগুলো পৌঁছে দেয়ার জন্যই এই ভিন্ন ধারার চিন্তা। বেবিটিউবের মাধ্যমে শিশু কিশোরদের জন্য একটা নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন ফাউন্ডার শামীম আশরাফ, কো-ফাউন্ডার সাজ্জাদুল ইসলাম, ওয়াশিমুল রাফিন এবং আবির আহমেদ।
শিশুরা বর্তমানে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করে। তথ্য প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় প্রায় সকল শিশুই মোবাইল এবং ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থায় অভিভাবকদের তাদের সন্তানকে নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটাতেই এমন উদ্যোগ।