মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে টুইটারে কোনও পোস্ট দিলে সেই অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে আছেন। টুইটারে তিনি করোনা পজিটিভের খবর দেওয়ার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। টুইটার, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার সুস্থতার প্রার্থনা করেন, কেউ আবার মৃত্যু চান!
টুইটারের একজন মুখপাত্র ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সানকে বলেছেন, ‘যেসব কনটেন্টে গুরুতর রোগীদের মৃত্যু কামনা করা হয়, তা আমরা কখনেওই সমর্থন করি না। কিছু বিষয় বিবেচনা করে এসব পোস্ট বাতিল করা হয়। প্রয়োজনে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়।’