গ্রাহকদের জন্য ভিডিও কলিং ফিচার চালু করছে ডেটিং অ্যাপ টিন্ডার। করোনাভাইরাস মহামারীর কারণে স্বশরীরে উপস্থিত হয়ে ডেটিংয়ের সম্ভাবনা সীমিত হয়ে পড়ায় জনপ্রিয় হতে পারে এই ফিচারটি।
ডেটিং অ্যাপ সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ফিচারটির প্রথম বিষয় হলো নিরাপত্তা।
বিবিসি’র প্রতিবেদন বলছে, উভয় গ্রাহক চাইলেই কেবল ‘ফেইস টু ফেইস’ ফিচার চালু হবে এবং শুধু একজন ভিডিও আইকনে ক্লিক করলে অন্যজনকে সতর্ক করা হবে না।
ইতোমধ্যেই ভিডিও কলিং ফিচার চালু করেছে প্রতিদ্বন্দ্বী ডেটিং সেবা বাম্বল।
এবারে ফেইস টু ফেইস ফিচারে টিন্ডার অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা যোগ করেছে–
যে কোনো সময় ফিচারটি বন্ধ করা যাবে।
কিছু মৌলিক নীতিতে অবশ্যই কলারকে সম্মতি দিতে হবে।
কোনো কিছুতে অস্বস্তি বোধ করলে কল শেষ হওয়ার পর টিন্ডারে অভিযোগ পাঠাতে পারবেন গ্রাহক।
এর আগে নির্দিষ্ট কিছু দেশে অল্প সংখ্যক গ্রাহকের মধ্যে ফিচারটির পরীক্ষা চালিয়েছে টিন্ডার।
টিন্ডারের ট্রাস্ট অ্যান্ড সেইফটি প্রোডাক্ট প্রধান রোরি কোজল বলেছেন, “আমাদের সদস্যদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর বৈশ্বিক সমাজের সব গ্রাহকের জন্য ফেইস টু ফেইস ফিচার চালু করতে পেরে আমরা আনন্দিত।”
অ্যাপ বিশ্লেষণা প্রতিষ্ঠান অ্যাপঅ্যানির তথ্য মতে, বৈশ্বিক মহামারীতে স্বশরীরে উপস্থিত হয়ে ডেটিং কমে গেলেও শীর্ষ তিন লাইফস্টাইল অ্যাপের মধ্যে রয়েছে টিন্ডার।
২০১২ সালে টিন্ডার উন্মুক্ত হওয়ার পর অ্যাপটি ডাউনলোড হয়েছে ৩৪ কোটি বারের বেশি। তবে, অ্যাপে ‘গোল্ড’ সেবার জন্য অর্থ দেন মাত্র ৬০ লাখ গ্রাহক।