দেশে সবচেয়ে বেশি সাইবার অপরাধ হচ্ছে ইমো অ্যাকাউন্টের মাধ্যমে। সফটওয়্যারগত ত্রুটি কাজে লাগিয়ে অপরাধীরা এই সুযোগ নিচ্ছে বলে জানিয়েছেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।
বৃহস্পতিবার ‘আমরা মেয়েরা বলছি’ সংলাপে অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।
বিশ্বের ২২টি দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে ‘সাইবার কপ’ এর দায়িত্ব পালন করা এই তরুণ সফটওয়্যার প্রকৌশলী জানান, এখন দেশের সাড়ে ৪ কোটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এর মধ্যে প্রতি ১২ সেকেন্ডে একটি করে নতুন আইডি তৈরি করা হয়।
বক্তব্যে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সাইবার অপরাধের বৈপরীত্য তুলে ধরেন তিনি। ব্যাখ্যা করেন দেশে প্রচলিত সাইবার অপরাধের ধরণ ও প্রকৃতির বিষয়।