বৈশ্বিক সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক নিয়ন্ত্রিত ছবি ও ভিডিও শেয়ারিং সেবা ইনস্টাগ্রামে গুরুতর ত্রুটি ছিল। নিরাপত্তা ত্রুটির কারণে বেশকিছু দিন উন্মুক্ত ছিল সেবাটির ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য। সম্প্রতি ইনস্টাগ্রামের গুরুতর ত্রুটি এবং ব্যবহারকারীদের তথ্য অরক্ষিত অবস্থায় থাকার তথ্য দিয়েছেন এক নিরাপত্তা গবেষক। খবর দ্য ভার্জ।
সাওগাত পোখারেল নামের নিরাপত্তা গবেষক বলেন, ইনস্টাগ্রামে সাইন ইন করার সময় যদিও সেবাটি দাবি করছে আপনার ই-মেইল এবং জন্মতারিখ উন্মুক্ত হবে না, তারপরও ত্রুটির কারণে সে সুযোগটিই ছিল সাইবার অপরাধীদের জন্য। সেবাটির ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা সহজেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশ ও হাতিয়ে নিতে পারত। যদিও তথ্য বেহাতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। ফেসবুক কর্তৃপক্ষ ত্রুটির বিষয়টি আমলে নিয়ে দ্রুত সমাধান এনেছে।
প্রতিবেদন অনুযায়ী, ত্রুটি ছিল মূলত ফেসবুকের বিজনেস সুইট টুলে, যা যে কোনো ফেসবুক বিজনেস অ্যাকাউন্টে যুক্ত থাকে। ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলে ত্রুটির কারণে সেবাটি থেকে ডিরেক্ট মেসেজেস বার্তাও হাতিয়ে নেয়ার সুযোগ ছিল সাইবার অপরাধীদের জন্য।
নিরাপত্তা গবেষক সাওগাত পোখারেল জানান, যে অ্যাকাউন্টগুলো প্রাইভেট করা এবং পাবলিক থেকে ডিরেক্ট মেসেজ গ্রহণ করে না, সেগুলোতেও এ ত্রুটি কাজে লাগিয়ে তথ্য হাতিয়ে নেয়া সম্ভব।