‘ফেসবুকে’র সাথে আমরা সবাইই পরিচিত। কে না জানে এই অ্যাপসটির ব্যাপারে। শুরু থেকে শেষ পর্যন্ত যেনো মুখস্থ এটির। এরপরও অনেকে হয়তো কিছু ব্যাপার নিয়ে জানেনা এই ‘ফেইসবুক’ অ্যাপসের। আজ এর একটি দিক, ‘স্টোরি’ নিয়ে কথা বলবো। যেটাতে বর্তমানে ‘ফেইসবুক’ টাইমলাইনে পোস্ট করার থেকে বেশী, এই ‘স্টোরি’তে পোস্ট করা হয়। এই ‘স্টোরি’র পাচটি টিপস & ট্রিকস নিয়ে কথা বলবো আজ। যা হয়তো আপনিও আজকে প্রথম জানবেন।
তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এর ব্যাপারে বিস্তারিতঃ⤵️
১. স্টোরি হাইলাইটঃ
‘ফেইসবুক স্টোরি’তে ছবিতো দিচ্ছেন। অন্যদের প্রোফাইলে ঢুকলে সেগুলো দেখা যাচ্ছে। কিন্তু, আপনারটায় কেনো দেখাচ্ছে না।
সমাধান হচ্ছে, যখন আপনি ‘ফেইসবুকে’র স্টোরিতে ছবিটি শেয়ার দিচ্ছেন, খেয়াল করে নিচে ডান দিকে দেখবেন হাইলাইট নামের একটি অপশন রয়েছে। শেয়ার করার আগে সেখানে চাপ দিয়ে পোস্ট করলেই, সবাই আপনার প্রোফাইলে দেখতে পারবে আপনার স্টোরি।
২. স্টোরি প্রাইভেসিঃ
‘স্টোরি’তে ছবি দিয়েছেন, একজন দেখে আবল তাবল কথা বললো। কিভাবে এটা থেকে বাচা যায়। এটারও সমাধান আছে।
যে ছবিটি আপনি পোস্ট করছেন, সেটি পোস্ট করার আগে নিচে সেটিংসে গিয়ে চলে যাবেন প্রাইভেসি অপশনে। সেখানে গিয়ে কাস্টম সিলেক্ট করে, যেসব বন্ধুদের ওই ছবি দেখাতে চান তাদের ট্যাগ করে দিন। তাহলে, আপনার সেই বন্ধুরা ছাড়া কেউ আপনার স্টোরির খোজও পাবেনা।
৩. বড় কোনো ভিডিও আপলোডঃ
এটা সবারই হয়তো জানা, যে স্টোরিতে বড় কোনো ভিডিও ছাড়া যায়না। সেটা সর্বচ্চো ২০ সেকেন্ডের হতে হয়। কিন্তু, আপনার ভিডিওটা তো একটু বড়। কি করা যায়। আপনার ফোনে নামিয়ে নিন ‘ ভিডিও স্প্লিটার’ নামের অ্যাপসটা। যেটা দিয়ে আপনি ২০ সেকেন্ডের বেশি সময়ের ভিডিও, অনায়াসেই দিতে পারবেন।
৪. এক সময়ে বিভিন্ন অ্যাপসে স্টোরি আপলোডঃ
অনেকেরই এই নেশাটা থাকে, যে একই সময় একটি ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবে। হ্যা, এটাও করা যাবে সহজেই। ‘ফেসবুক স্টোরি’র পাশাপাশি আপনি আপনার ছবি আপলোড দিতে পারবেন ‘হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামে’ও। সেজন্য আপনাকে প্রথমে স্টোরি আপলোড করতে হবে ‘হোয়াটসঅ্যাপে’। সেখানে আপলোডের পরে, সেই অ্যাপের উপরে ডান পাশে দেখিবেন তিন ডটের একটি চিহ্ন। সেখানে চাপ দিলেই দেখবেন শেয়ারের একটি অপশন। সেখানেই করে দিতে পারবেন ‘ফেইসবুক’ আর ‘ইন্স্টাগ্রামে’ একই সময় স্টোরি আপলোড।
৫. স্টোরিতে ইউটিউবের লিংক শেয়ারঃ
অনেকেই চায় ইউটিউবের লিংক ফেসবুক স্টোরিতে শেয়ার করতে। কিন্তু কিভাবে করবে, ভেবে পায় না।
সেজন্য প্রথমে আপনাকে ইউটিউবে গিয়ে, যে ভিডিওটা শেয়ার করতে চান সেটার লিংক কপি করে নেন। পরে চলে যাবেন ‘গুগোলে’র ‘ক্রোম’ ব্রাউজারে। সেখানে গিয়ে প্রথমে আপনি ডেক্সটোপ সাইটের অপশনটি অন করবেন। অতঃপর সেই ‘ক্রোম’ ব্রাউজার দিয়েই ঢুকবেন ‘ফেইসবুক’ আইডিতে। পরে সেখানে গিয়ে স্টোরিতে সেই কপি করা ইউটিউব লিংকটি পেস্ট করে শেয়ার করে দিন সহজেই।