ফেসবুক ভেরিফায়েড পেজ ও অ্যাকাউন্ট এখন হারহামেশা চোখে পড়ে। কোনো প্রোফাইলে নীল রঙের টিক চিহ্ন থাকা মানেই এটি ফেসবুক কর্তৃক স্বীকৃত। নীল বৃত্তাকারে সাদা এই টিক চিহ্নকে ‘ব্লু -ব্যাজ’ বলা হয়।
ফেসবুকের নীতি বলছে, প্রামাণ্য বা বৈধ অ্যাকাউন্টের ক্ষেত্রেই ব্লু-টিক দেয়া হয়। সেক্ষেত্রে প্রথমে ইচ্ছুক ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্র্যান্ডকে এই ব্লু -ব্যাজের জন্য ফেসবুকের কাছে আবেদন করতে হয়। আবেদন পাওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকে ভালো করে পরীক্ষা করে দেখেন।
যথাযথ নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ‘ভেরিফিকেশন’ করতে পারবেন। আইডির সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে।
ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাইয়ের আবেদন যেভাবে করবেন–
* প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন।
* এরপর পেজ বা প্রোফাইল নির্বাচন করুন।
* প্রোফাইল হলে নির্ধারিত বক্সে প্রোফাইলে লিংক দিন।
* অফিশিয়াল আইডি কার্ডের (যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
* অফিশিয়াল পেজের লিংক সাবমিট করুন।
* ‘Additional Information’ বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
* এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।
এই ধাপগুলো অনুসরণ করার সঙ্গে সঙ্গেই যে প্রোফাইল বা পেজে ভেরিফায়েড হয়ে যাবে, এমন নয়। কিন্তু এই তথ্যগুলো দিলে অন্যান্য সাধারণ ব্যবহারকারীও পেজের মালিক বা যিনি পরিচালনা করছেন, সেই বিষয়ে নিশ্চিত হতে পারবেন।