ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের হামলা বেড়েই চলেছে। শনিবার আলজাজিরা ও এপির গাজা অফিসও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ১৪৯ ফিলিস্তিনি। ইসরায়েলের এই আগ্রাসনে পশ্চিমা বিশ্ব নীরব থাকলেও ফুঁসে উঠেছে মুসলিম জনতা। যে যার সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনিদের সমর্থন জানাচ্ছেন।
এবার ইংল্যান্ডের এফএ কাপ জিতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নির্মমতার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার ফুটবলার হামজা চৌধুরী, মাঠেই উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা।
শনিবার রাতে ওয়েম্বলিতে ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতেছে লেস্টার সিটি। জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনি পতাকা তুলে উড়ান বাংলাদেশি মা ও গ্রেনাডিয়ান বাবার ছেলে হামজা চৌধুরী। হামজার মায়ের বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে। পুরস্কার নেওয়ার সময়ও হামজার গায়ে জড়ানো থাকে ফিলিস্তিনের পতাকা।
চেলসি মূলত ইসরায়েল সমর্থিত একটি দল। এর মালিক রোমান আব্রাহমভিচ একজন রুশ বংশোদ্ভূত ইসরায়েলি ধনকুবের। তিনি একজন ইহুদি।