টুইটারে শীঘ্রই আসছে ‘সুপার ফলোস’ ফিচার। অন্তত ১০ হাজার অনুসারী রয়েছেন এমন ব্যবহারকারীদেরকে এ ফিচারটির সুবিধা দেওয়া হবে।
সুপার ফলো ফিচারে অনুসারীদের কাছ থেকে অতিরিক্ত টুইট, নিউজলেটার, কোনো কমিউনিটিতে যোগ দেওয়া ইত্যাদির জন্য অ্যাকাউন্টধারীরা বাড়তি অর্থ রাখতে পারবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের প্রতিবেদন।
টুইটার এ বছরের শুরুতে জানিয়েছিল, তারা পেট্রিয়নের মতো সেবা আনতে কাজ করছে। নতুন আয়ের খোঁজে নতুন বিষয়াদি পরীক্ষা করে দেখছে মাইক্রোব্লগিং সেবাটি।
গোটা বিষয়টি ব্যাখ্যায় ফিচারটির একটি নকল স্ক্রিনশট বিনিয়োগকারীদের সামনে হাজির করেছিল টুইটার। ওই স্ক্রিনশটে দেখা গেছে, আকর্ষণীয় বাড়তি কনটেন্টের জন্য ব্যবহারকারীর কাছ থেকে মাসে ৪.৯৯ ডলার করে নিচ্ছেন অ্যাকাউন্টধারী।