অনলাইনে মেয়েদের সঙ্গে আড্ডার লোভ দেখিয়ে ৩০ কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। লাইভ অ্যাপ স্ট্রিমকারের মাধ্যমে অনলাইনে প্রতারণার ফাঁদ পাততো চক্রটি। বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য।
স্ট্রিমকার অ্যাপের সঙ্গে সাত থেকে আট জন চিত্রতারকাও যুক্ত আছেন বলে জানিয়েছে সিআইডি।
অ্যাপটি দেশে নিষিদ্ধ হলেও ভিপিএনের মাধ্যমে এটা ব্যবহার করা যায়। লাইভ চ্যাটে মেয়েদের সঙ্গে আড্ডার প্রলোভনে অ্যাপে ঢোকানো হয় ব্যবহারকারীদের।
স্ট্রিমকার ব্যবহারের জন্য বিন্স নামের ভার্চুয়াল মুদ্রা কিনতে হয়। বিন্স উপহার হিসেবে দিয়ে সেলিব্রেটিদের সাথে লাইভ ও গ্রুপ চ্যাট করেন ব্যবহারকারীরা। পরে তাদেরকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতো চক্রটি।
গত ১৯ মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এই চক্ররে চার জনকে গ্রেপ্তার করে। পরে তদন্তভার আসে সিআইডির হাতে। গত বুধবার রাতে সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালিয়ে আরো ২ জনকে গ্রেপ্তার করে সিআইডি।
সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল হাসান বলেন, প্রতারকদের ১৫টি অ্যাকাউন্ট যাচাই করে ৩০ কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য পেয়েছে সিআইডি।
গ্রেপ্তারদের কাছ থেকে লেনদেনে ব্যবহৃত ব্যাংকের চেক বই, ডেবিট কার্ড, বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল ফোন জব্দ করেছে সিআইডি।