দল দুটির প্রীতি ম্যাচও তোলে উত্তেজনার ঢেউ। সেখানে কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়ার উপলক্ষ ‘লাভের ওপর বোনাস’ পাওয়ার মতো ব্যাপার! ফুটবল বিশ্বের চরম আকাঙ্ক্ষিত সেই ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল মাঠে গড়ানোর আগেই উত্তেজনা-রোমাঞ্চের পারদ আকাশ ছুঁয়েছে। অপেক্ষার প্রহর যেন হচ্ছে না ফুটবলপ্রেমীদের।
বুধবার সকালেই জানা গেছে, এবারের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সেলেসাওরা আগেই ফাইনাল নিশ্চিত করেছিল, আর আর্জেন্টিনা পরের দিন পেয়েছে শিরোপা লড়াই মঞ্চের টিকিট। বহু প্রতীক্ষিত সেই ফাইনাল কবে, কখন, কোথায় দেখা যাবে- এই প্রশ্ন হয়তো অনেক ফুটবলভক্তের মনেই ভিড় করছে।
খুব বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে না। বাংলাদেশ সময় আগামী রবিবার (১১ জুলাই) ভোর ৬টায় ফাইনাল মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। লাতিন আমেরিকার ‘সুপার ক্লাসিকো’ সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।
বঙ্গো বিডি ও বায়োস্কোপ লাইভ বাংলাদেশে সনি নেটওয়ার্কের চ্যানেলগুলো অনলাইনে সম্প্রচার করে থাকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। যেহেতু সনি স্পোর্টস নেটওয়ার্ক কোপা আমেরিকা ২০২১ এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার সেহেতু এই ওয়েবসাইট গুলোতে এই টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার উপভাগ করতে পারবেন বাংলাদেশের ফুটবলপ্রেমী দর্শকরা।
টি স্পোর্টস বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল। এই চ্যানেলটি আন্তর্জাতিক ক্রিকেট এবং ফুটবল ম্যাচ ব্রডকাস্ট ও অনলাইনে লাইভ করছে।
মেসি-নেইমারদের শ্রেষ্ঠত্বের লড়াই দেখা যাবে মোবাইল অ্যাপ দিয়ে খুব সহজেই। এর জন্য আপনার হাতের কাছে থাকা স্মার্টফোন থেকে খেলা দেখতে পারবেন।
মাই জিপি অ্যাপ, রবি লাইভ টিভি, মাই এয়ারটেল সপোর্টস, বাংলালিংক গেমঅন অ্যাপ , Binge এবং Toffe অ্যাপ।