দেখতে দেখতে ৩ সপ্তাহে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয় নাগরিকদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ এতটাই গভীরে পৌঁছেছে যে, অনেকে সামাজিক মাধ্যমে তার মৃত্যু পর্যন্ত চাইছেন। কেউ কেউ তো খুন করারও হুমকি দিয়েছেন সরাসরি ফেসবুকে।
কিন্তু এতদিন এই ধরনের পোস্টে উদাসীন থাকতে দেখা গেছে জুকারবার্গের সংস্থা ফেসবুককে। অবশেষে সোশ্যাল মিডিয়াটি জানিয়ে দিয়েছে, আর এই ধরনের পোস্টকে অনুমোদন দেওয়া হবে না।
সম্প্রতি পুতিনের রাশিয়া সেদেশে নিষিদ্ধ করেছে ইনস্টাগ্রাম। ফলে রাশিয়ার ৮ কোটি ইউজার হারিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থাটি। এই ধাক্কা সামলাতেই ফেসবুকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
ফেসবুকের তরফে এটাও বলা হয়েছে যে, কোনও রুশ নাগরিককে যদি মেরে ফেলার হুমকি দেওয়া হয়, তাহলে সেই ধরনের হেট স্পিচকে তারা মেনে নিবে না।