ইউটিউব তাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের প্রিমিয়াম মেম্বারশিপের সুযোগ দেয়। যারা নির্দিষ্ট ফি দেওয়ার বিনিময়ে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও উপভোগ করার সুযোগ পান। এদের জন্য বিশেষ অফার আনল প্রতিষ্ঠানটি।
যারা টানা ছয় বছর বা ২২২২ দিন ইউটিউব প্রিমিয়ার গ্রাহক ছিলেন তাদের ১২ মাসের ফ্রি প্রিমিয়াম সুবিধা দেবে। অর্থাৎ ওইসব প্রিমিয়াম গ্রাহকরা ফি না দিয়েই এক বছর বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও দেখার সুযোগ পাবেন।
এক ব্লগ পোস্টে একজন ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারী একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ২২২২ দিন ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করার পর অবশেষে উদযাপন করার সময় এসেছে। যদি আপনিও ওই তালিকায় থাকেন আপনাকে সেই সুযোগ দেবে ইউটিউব।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে সব ইউটিউব ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। শুধুমাত্র যারা এক টানা ছয় বছর প্রিমিয়াম মেম্বারশিপ ব্যবহার করেছেন তারাই এই সুবিধা পাবেন।
খবরটি প্রথম প্রকাশ করেছে ৯ টু ৫ গুগল। তবে সর্বপ্রথম খবরটি জানিয়েছিল এক রেডিট ব্যবহারকারী।
ওই ব্যবহারকারীর কাছে একটি ইন অ্যাপ নোটিফিকেশন পাঠানো হয়েছে। সেখানে ওই ব্যক্তিকে অভিনন্দন জানানো হয়েছে। এবং জানানো হয়েছে, ১২ মাসের জন্য তাকে ইউটিউব এবং ইউটিউব মিউজিকের প্রিমিয়াম মেম্বারশিপ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।
কিন্তু অনেকেই হয়তো ভুলে গেছেন কবে থেকে ইউটিউব ব্যবহার করছেন।
যেভাবে চেক করবেন
প্রথমে নিজের অ্যানড্রয়েড বা আইওএস থেকে ইউটিউব ওপেন করুন।
এরপর সেখানে ডানদিকের কোনে রয়েছে আপনার প্রোফাইল পিকচার। সেখানে ট্যাপ করুন।
এরপর একটি ড্রপডাউন মেনু খুলে যাবে। সেখানে একটি অপশনে রয়েছে ইউটিউব প্রিমিয়াম বেনিফিটস অপশন।
এরপর ইউজার নেমের নিচে রয়েছে মেম্বার সিন্স অপশন। এবং সেখানে ডেট দেখা যাবে।
এবার মোট কতদিন প্রিমিয়াম সাবক্রিপশন ব্যবহার করছেন তা জানতে হলে ওই ডেট থেকে গণনা করলেই মোট দিন জানতে পারবেন।