ভারতে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টে প্রবেশ করলে দেখা যায় সেখানে লেখা রয়েছে ‘আইনি দাবির প্রেক্ষিতে’ এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, আইনি দাবি বলতে ঠিক কি বোঝানো হয়েছে, তা অস্পষ্ট।
পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের এমন স্ট্রাইক প্রথম নয়। আগেও টুইটার অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছিল এবং পুনরায় সক্রিয় করা হয়েছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে জুলাইয়ে অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছিল। সে সময় ভারত বেশ কয়েকটি পাকিস্তানি অ্যাকাউন্ট নিষিদ্ধ করে।
টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের আদালতের আইন মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে জুনে ভারত তুরস্ক, ইরান, মিশর এবং পাকিস্তান দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। আগস্টে ভারত আটটি ইউটিউবভিত্তিক নিউজ চ্যানেল ব্লক করে, যার মধ্যে একটি পাকিস্তান থেকে পরিচালিত হতো।
এখন পর্যন্ত ভারত সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ১০০টিরও বেশি ইউটিউব চ্যানেল, চারটি ফেসবুক পেজ, পাঁচটি টুইটার অ্যাকাউন্ট এবং তিনটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।