টুইটারের নতুন মালিক ইলন মাস্ক বলেছেন, টুইটারের প্রধান কার্যালয়ে বছরে খাবারের পেছনে ১৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এ ঘটনায় কোম্পানিটির ওয়ার্ক ট্রান্সফর্মেশনের সাবেক প্রধান ট্রেসি হকিন্সের সাথে বিতর্কে জড়িয়েছেন মাস্ক।
মাস্ক বলেন, অফিসে যখন কেউই আসে না তখন প্রত্যেক কর্মীর জন্য প্রতিদিন দুপুরের খাবার বাবদ খরচ করা হয়েছে ৪০০ মার্কিন ডলার। আর সেটাও চলেছে ১২ মাস ধরে।
মাস্কের টুইটের প্রতিক্রিয়ায় ট্রেসি হকিন্স বলেছেন, একজন কর্মীর দুপুরের খাবার এবং বৈঠক বাবদ প্রতিদিন ২০ থেকে ২৫ ডলার খরচ হতো। অফিসে প্রায় কেউ আসেনি এবং গত এক বছর দুপুরের খাবার প্রতি আনুমানিক ৪০০ ডলার খরচ হয়েছে, তথ্যটি একেবারেই মিথ্যা।
তিনি আরও বলেন, আমি গত সপ্তাহে পদত্যাগ করার আগ পর্যন্ত খাবার চালু রেখেছিলাম। আমি পদত্যাগ করেছি, কারণ আমি ইলন মাস্কের জন্য কাজ করতে চাইনি।
ট্রেসি হকিন্সের টুইটের জবাবে ইলন মাস্ক বলেন, টুইটার তার সান ফ্রান্সিসকো সদর দপ্তরে খাবার বাবদ বছরে ১৩ মিলিয়ন ডলার ব্যয় করে।