টুইটারের সকল কার্যালয় সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২১ নভেম্বর পর্যন্ত সব কার্যালয় বন্ধ থাকবে, এমনটাই জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে ঠিক কি কারণে সকল কার্যালয় বন্ধ রাখা হয়েছে তা জানা সম্ভব হয়নি।
বুধবার কর্মীদের উদ্দেশ্য পাঠানো বার্তায় টুইটারের নতুন মালিক ইলন মাস্ক বলেন, টুইটারে টিকে থাকতে চাইলে দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে। না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে হবে।
জানা গেছে, দীর্ঘ সময় ধরে কাজ করার বা চলে যাওয়ার আহ্বান জানানোর পর বিপুল সংখ্যক কর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ পরিস্থিতিতে কার্যালয় বন্ধ রাখার ঘোষণা এলো।
কর্মীদের উদ্দেশ্য করে বার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন এবং কোম্পানির নীতি মেনে চলুন।