বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার। এর মালিকানা এখন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্কের হাতে। গত বছর প্ল্যাটফর্মটি কিনে নেন তিনি। এরপর বহু নাটকের জন্ম দেন। টুইটারের সিইওর পদ থেকে সরিয়ে দেন পরাগ আগরওয়াল। সেই চেয়ারে বসেন স্বয়ং ইলন মাস্ক। তখন জানিয়েছিলেন টুইটারের প্রধান নির্বাহী খুঁজছেন। অবশেষে নাকি ইলন নতুন সিইও খুঁজে পেয়েছেন। সেই সিইও আর কেউ নন, ইলনের প্রিয় পোষা কুকুর!
সম্প্রতি টুইটারেই এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন টেসলা প্রধান। যা দেখে কার্যত চমকে উঠেছে নেটদুনিয়া। তিনি জানিয়েছেন, শেষমেশ সংস্থার জন্য নতুন সিইও খুঁজে পেয়েছেন। যিনি পরাগের তুলনায় অনেক বেশি যোগ্য এবং ভালো। এমনটাই জানিয়েছেন ইলন।
না, টুইটারের নতুন সিইও কোনও মানুষ নন। বরং সে এলনের প্রিয় পোষ্য কুকুর, ফ্লোকি।
ইলনের টুইটার পোস্টে দেখা যাচ্ছে, ইলনের শিবা ইনু ব্রিডের কুকুর সিইও লেখা টি-শার্ট পরে বসে রয়েছে অফিস চেয়ারে, সামনে খোলা ল্যাপটপ, যেখানে লেখা টুইটার। সামনে খোলা একগুচ্ছ নথিপত্র।
তবে কি সত্যিই একটি কুকুরকে পরাগ আগরওয়ালের থেকে যোগ্য বলে মনে করছেন ইলন? স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ইলনের টুইটার পোস্ট ভেসেছে কমেন্টে।
টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়েছিল ইলনের। বেশ কয়েকটি টেক্সট চালাচালিও হয় তাদের। তবে তাতেও মেটেনি সমস্যা। এর পরেই পরাগের উপর নেমে আসে খড়গ। সব মিলিয়ে দুইপক্ষের মধ্যেই বেশ খানিকটা তিক্ততা তৈরি হয়েছিল। তবে তাই বলে এই ভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে।