সরকারি পেনশন পাওয়ার জন্য প্রতি বছর ভেরিফিকেশন করতে হয়। আব্বা প্রতি বছর সরকারি অফিসে গিয়ে ফিজিক্যালভাবে ভেরিফিকেশন করতো। কিন্তু অসুস্থ থাকায় আব্বার জন্য জার্নি করে যাওয়া কিছুটা কঠিন। তারপরও গত কয়েক বছর কষ্ট করে গেছেন।
কিন্তু এবার মাত্র ২-৩ মিনিটে ঘরে বসে পেনশন ভেরিফিকেশন করে ফেললাম অ্যাপের মাধ্যমে।
সরকারি অন্য সেবাগুলো যদি এভাবে প্রযুক্তি ব্যবহার করে সহজ করতো তাহলে জনগনের অনেক উপকার হতো। আশা করি হয়ত সামনের দিনগুলোতে হবে।
আপনার বাবা-মা যদি সরকারি পেনশন পায়, লাইফ ভেরিফিকেশনের জন্য আর সরাসরি অফিস যেতে হবে। ঘরে বসেই কাজটি করতে পারেন।
কিভাবে করবেন?
এর জন্য আপনাকে Pensioner Verification Trial নামে অ্যাপটি ইন্সটল করতে হবে। প্লেস্টোরে সার্চ করলেই পেযে যাবেন অ্যাপটি। (লিংক : https://cutt.ly/IwuIKP9M)
তারপর এনআইডি ও পেনশনের তথ্য দিয়ে লগইন করতে হবে। তারপর লাইফ ভেরিফিকেশন ক্লিক করলে ক্যামেরা অন করলে বাংলায় নির্দেশনা দিবে। এগুলো ফলো করলেই কাজ শেষ।