ব্যবহারকারীদের জন্য সম্প্রতি চ্যানেল ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। প্লাটফর্মের উপযোগিতা বাড়াতে প্রতিনিয়ত নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। অনলাইন প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে হোয়াটসঅ্যাপ নতুন সার্চি ফিচার নিয়ে কাজ করছে। এটি আপডেট ট্যাবে যুক্ত হবে।
ওয়াবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, আপডেট ট্যাবে সার্চ অপশন যুক্ত করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর পরিপ্রেক্ষিতে অ্যাপের ওপরের দিকে আলাদা সার্চ বাটন যুক্ত হবে। এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট, অনুসরণ করা চ্যানেলসহ বিভিন্ন বিষয়ে সহজে অনুসন্ধান করা যাবে।
প্রতিবেদনে বলা হয়, আপডেট ট্যাবের বিষয়ে অনেক ব্যবহারকারী অভিযোগ জানিয়ে আসছে। এ কারণে এ ফিচারটি সবার জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। বর্তমানে চাইলেও কোনো কন্ট্যাক্টের স্ট্যাটাস আপডেট সহজে খুঁজে পাওয়া যায় না। আপডেট ট্যাবের ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া হবে বলে সূত্রে জানা গেছে।
অন্যদিকে আগামী সপ্তাহ থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের একাধিক ডিভাইসে পরিষেবা বন্ধের কথা জানিয়েছে মেসেজিং প্লাটফর্মটি। ২৪ অক্টোবর থেকে নির্ধারিত মডেলের পুরনো স্মার্টফোনগুলোতে আর হোয়াটসঅ্যাপ চালানো যাবে না।
এক অফিশিয়াল বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, প্রযুক্তি খাতে দ্রুত উন্নতি করার অংশ হিসেবে আমরা প্রতিনিয়ত পুরনো অপারেটিং সিস্টেমকে সহায়তা করা বন্ধ করছি। পাশাপাশি নতুন খাতে বিনিয়োগ ও গবেষণা অব্যাহত রয়েছে। যদি কোনো ডিভাইসের জন্য সাপোর্ট বন্ধ করে দেয়া হয় তাহলে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে তা জানানো হবে।