নতুন একটি সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। এ মডেল অনুযায়ী, লাইক,রিপ্লাই ও রিপোস্টের মতো মৌলিক কিছু ফিচারের জন্য টাকা দিতে হবে গ্রাহকদের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘নট অ্যা বট’ নামের নতুন সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা করবে এক্স। যেখানে লাইক, রিপোস্ট অথবা অন্যের অ্যাকাউন্ট থেকে উদ্ধৃতি দিলেও দিতে হবে টাকা। এ জন্য এক গ্রাহককে বছরে এক ডলার গুণতে হবে। তবে মুদ্রার বিনিময় হারের ওপর ভিত্তি করে এই ফি একেক দেশে একেক রকম হতে পারে।
এক্স জানিয়েছে, বট এবং স্প্যামারদের বিরুদ্ধে লড়াই করতে নতুন এ সাবস্ক্রিপশন মডেল চালু করতে যাচ্ছে তারা। কোম্পানিটি জানায়, নিউজিল্যান্ড ও ফিলিপাইনের ব্যবহারকারীদের জন্য প্রথমে এ মডেল চালু করা হবে।
গত মাসে মাস্ক জানিয়েছেন, এক্সের বট সমস্যা সমাধানের জন্য এ পরিবর্তন জরুরি। তখন তিনি জানান, এক্স (টুইটার) ব্যবহারে সব ব্যবহারকারীকে অর্থ দিতে হবে।