সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও ভেরিফিকেশন পাওয়া সম্ভব। ফেসবুকের মতো এ প্লাটফর্মে ব্লু ভেরিফিকেশন ব্যাজ পেতে ১০০ জন ফলোয়ার থাকলেই ব্লু ব্যাজ পাওয়া যাবে।
চলতি বছরই ব্লু টিক ফিচার চালু করে ইনস্টাগ্রাম। তবে এটি কীভাবে পাওয়া সম্ভব সে বিষয়টি অনেকেরই অজানা। ইনস্টাগ্রামে ব্লু টিক পাওয়ার জন্য আগের মতো কোনো প্রক্রিয়া নেই। এর অর্থ জনপ্রিয়তা থাকলেই ব্লু টিক পাওয়ার সময় শেষ। তবে অর্থ ব্যয় করেও ব্লু টিক পাওয়া সম্ভব। এজন্য ফলোয়ারের কোটাও পূরণ করতে হবে না।
ফলে ১০০ জন বা ৫০ হাজার যত ফলোয়ারই থাকুক ব্লু টিক পাওয়া যাবে। অনেকের নির্ধারিত কোটার বেশি ফলোয়ার থাকলেও ব্লু ব্যাজ পাওয়া যায় না।
এজন্য কিছু কাজ করতে হবে। প্রথমে প্রোফাইলে প্রবেশ করে নিচে ডানদিকে ৩ লাইনে ক্লিক করতে হবে এবং মেটা ভেরিফায়েডে প্রবেশ করতে হবে। এখানে নির্ধারিত চার্জ ও জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে। পেমেন্ট এবং সেটআপ সম্পূর্ণ হলে ব্লু টিক দেখা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ইউজাররাই এ সাবস্ক্রিপশন নিতে পারবে। এর জন্য প্রতি মাসে একটা চার্জ দিতে হবে।