অনেকেই ফেসবুক আর চালাতে চান না। তখন অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে বন্ধ করতে চান। এজন্য আপনাকে শুধু কতগুলো পদক্ষেপ মেনে চলতে হবে। তাহলেই আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে বন্ধ করে ফেলতে পারবেন। আর তারপরে যখনি কেউ আপনার নাম খুঁজবে, তাকে আর সেই অ্যাকাউন্টটি দেখাবে না ফেসবুক। জানুন ফেসবুক আইডি বন্ধ করার উপায়
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার উপায়
১.আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসে Facebook খুলুন।
২.ওপরের ডানদিকে কোণায় আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করুন।
৩. ‘Settings and Privacy’ অপশনটি সিলেক্ট করুন।
৪. এবার “Settings”-এ ক্লিক করুন।
৫. ‘Your Facebook Information’ অপশনটিতে ক্লিক করুন।
৬. এবার ‘Deactivation and deletion’ অপশনটি দেখতে পারেন, তাতে ক্লিক করুন।
৭. ‘Delete your account’-এ ক্লিক করুন।
৮. আপনাকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আবার লিখতে হবে।
৯. লেখা হয়ে গেলে, আবার ‘Delete your account’-এ ক্লিক করুন।
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে ১৪ দিন সময় লাগে
ফেসবুক আপনাকে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য ১৪ দিন সময় দেবে। এর মধ্যে, আপনি যদি চান, তাহলে অ্যাকাউন্টটিকে আবার পুনরুদ্ধার করতে পারেন। ১৪ দিন পরে, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে। তখন আপনি চাইলেও আর সেই অ্যাকাউন্ট ফিরে পাবেন না। তবে মনে রাখবেন, আপনি যখনই আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন, তার সমস্ত ফটো ভিডিও মুছে যাবে। তাই তা আগে থেকে সেভ করে রাখাই ভালো। আর যদি আপনি সেই সব ছবি, ভিডিও কিছু না চান, তাহলে সেভ করার প্রয়োজন নেই।