ফেসবুকের মতো ইনস্টাগ্রামেও রিল বানিয়ে আয় করছেন অনেকে। তবে এ জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আর একবার যদি ভাইরাল হতে পারেন, তাহলে আয়ের পথ সহজ তবে। তবে কেবল ইনস্টাগ্রামে রিল পোস্ট করলেই হবে না, আরও অনেক বিষয় মাথায় রাখতে হবে।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার উপায়
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার জন্য কিছু বিষয় মাথায় রাখা উচিত। যেমন দিনে কতগুলো রিল পোস্ট করা উচিত, কোন কোন হ্যাশট্যাগ এবং রিলে কী ধরনের ক্যাপশন ব্যবহার করা উচিত সে সম্পর্কে জানতে হবে।
ইনস্টাগ্রামে ভাইরাল হতে আপনাকে প্রথমে মনে রাখতে হবে ধারাবাহিকভাবে পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে একদিন রিল পোস্ট করে তারপর মাসের পর মাস কোনো আপডেট পোস্ট করে না। যার কারণে তার ফলোয়ার্সরা এক সময় আনফলো করে দেয়। রিলে সম্পর্কিত হ্যাশট্যাগ এবং ক্যাপশন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।
একদিনে কতগুলো রিল পোস্ট করা উচিত, তা অনেকেরই জানা নেই। আপনি যদি ইনস্টাগ্রামে ভাইরাল হতে চান, তবে আপনাকে দিনে ২ থেকে ৩টি রিল পোস্ট করতে হবে। রিল সঠিক ক্যাপশন ও হ্যাশট্যাগ দিয়ে আপলোড করা জরুরি। এ ছাড়া কোন সময়ে পোস্ট করছেন সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।