প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়ছে নানা সাইবার হামলা ও স্ক্যামের ঘটনা। নিজের ভুলের কারণেই প্রতারণার স্বীকার হচ্ছেন অনেকে। প্রতারণার একটি বড় মাধ্যম হয়ে উঠেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের অপব্যবহার করছে স্ক্যামাররা। তাই হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে রক্ষা পেতে কয়েকটি দিকে নজর রাখা প্রয়োজন।
অপরিচিত নম্বরের বিষয়ে সতর্ক থাকা
হোয়াটসঅ্যাপে যদি অপরিচিত কোনো ব্যক্তি কল বা মেসেজ করে, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ফেলবেন না। প্রথমে নম্বর চেক করুন। এরপর যদি দেখেন তিনি কোনো কাজের কথা বলছে না। তাহলে ব্লক করে দিন। অনেক সময় দরকারি কথা শুরু করেই তারপরে স্ক্যাম করা হয়। তাই সতর্ক থাকতে হবে।
ফিশিং অ্যাটাক
হ্যাকার বা সাইবার প্রতারকরা সাধারণত ব্যাংক, ডেলিভারি সার্ভিস এবং সরকারি সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন নম্বরে মেসেজ পাঠায়। অনেক সময় ভয়-ভীতি দেখানোর চেষ্টা করে। এছাড়া অনেক সময় মেসেজে লেখা থাকে, অন্য ব্যবহারকারীদের সঙ্গে পাঠানো ওয়েব লিংক শেয়ার করুন। এমন কোনো মেসেজ ভুলেও শেয়ার করবেন না।
ক্লিক করার আগে ভাবুন
হোয়াটসঅ্যাপে কোনো মেসেজের সঙ্গে লিংক দেওয়া থাকলে, তাতে ক্লিক করবেন না। আপনার বিশ্বস্ত কেউ যদি লিংকটি শেয়ার করে, তবে আপনি এটি দেখতে পারেন। তারপরও সচেতন থাকা উচিত। আর অপরিচিত নম্বর থেকে আসা মেসেজের লিংকে ক্লিক করবেন না। এই লিংকগুলোর সাহায্যে ম্যালওয়্যার বা ভাইরাস ফোনে ডাউনলোড করা হয়।
ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না
কখনও কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। যেমন– ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের বিবরণ ইত্যাদি কাউকে জানাবেন না।
স্ক্রিন শেয়ারিং করবেন না
‘স্ক্রিন শেয়ারিং’ করে প্রতারকরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন অথবা কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে। হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ। এক্ষেত্রে প্রতারকরা প্রথমে ভিডিও কল দেবে। এরপর আপনার সঙ্গে এমন সব কথা বলবে যাতে আপনার কৌতুহল জাগে। ভিডিও কলে কিছুক্ষণের জন্য রাখতে চাইবে। এরপর হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং ফিচারটি চালু করতে বলবে। ভুলেও স্ক্রিন শেয়ারিং চালু করবেন না। কারণ এর মাধ্যমে প্রতারকচক্রের কাছে আপনার গুরুত্বপূর্ণ তথ্য চলে যাবে।