দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোর মধ্যে রোববার (৭ এপ্রিল) তিনটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে ‘ঝড়ের তাণ্ডবে ৮ জেলায় ১১ জনের মৃত্যু’ শিরোনামে সংবাদটি।
সময় টেলিভিশনের খবরে বলা হয় রোববার সকাল থেকেই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছে দেশের বিভিন্ন স্থানে। এ ঝড়ে ঝালকাঠিতে ৩ জন, পটুয়াখালীতে ২ জন ছাড়াও ভোলা, পিরোজপুর, নেত্রকোণা, যশোর, খুলনা ও বাগেরহাট একজন করে মারা গেছেন। ঝড়ের তাণ্ডবে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সমকালে প্রকাশিত ‘নাথানকে ধরতে চাওয়া হচ্ছে ইন্টারপোলের সহায়তা’ শিরোনামের সংবাদটি। এতে বলা হয়, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র গ্রুপের শীর্ষ নেতা নাথান বম বছর দুয়েক ধরে নিজেকে আড়ালে রেখেছেন। বর্তমানে তিনি ভারতের মিজোরামে অবস্থান করছেন বলে জানা যাচ্ছে। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও থানায় হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক করা নাথান আবার আলোচনায়। এই হামলার নেপথ্যে তিনি রয়েছেন বলে ধারণা অনেকের। নাথানকে গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। তার বিরুদ্ধে থাকা মামলা ও অপকর্মের তথ্য যুক্ত করে শিগগিরই ইন্টারপোলকে চিঠি দেওয়া হবে। এরপর রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হবে। নাথান যেন বিশ্বের অন্য কোনো দেশে নির্বিঘ্নে পালিয়ে থাকতে না পারেন, এটা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।
তৃতীয় অবস্থানে রয়েছে জাগো নিউজে প্রকাশিত ‘বান্দরবানে কম্বিং অপারেশন শুরু: সেনাপ্রধান’ শিরোনামের সংবাদটি। এতে বলা হয়, বান্দরবানের থানচি ও রুমায় কয়েক দফা সন্ত্রাসী হামলার পর সেখানে বিচ্ছিন্নতাবাদীদের দমনে কম্বিং অপারেশন শুরু করেছে যৌথ বাহিনী। রোববার দুপুরে বান্দরবান সেনা রিজিয়ন মাঠে গণমাধ্যমে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, এরই মধ্যে কম্বিং অপারেশন শুরু হয়েছে। বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।