যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক ও ইনস্টাগ্রামে যোগ দিতে পাঁচ হাজার ডলার পর্যন্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
কোম্পানিটি বলেছে, ‘থার্ড পার্টি সোশ্যাল অ্যাপ’ বা তৃতীয় পক্ষের সামাজিক অ্যাপ থেকে যারা যোগ দেবে ‘সামাজিক উপস্থিতির মূল্যায়নের’ ভিত্তিতে তাদের নগদ এ অর্থ দেওয়া হবে।
এখানে টিকটকের নাম উল্লেখ করনি মেটা। তবে এ সময় থেকে ইঙ্গিত মেলে, নিজের প্রতিদ্বন্দ্বীকে ঘিরে থাকা অনিশ্চয়তাকে পুঁজি করার চেষ্টা করছে মেটা। কারণ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কিন ব্যবহারকারীদের জন্য টিকটককে টিকিয়ে রাখার কোনও উপায় খুঁজে পেতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
টিকটক বলছে, যুক্তরাষ্ট্রে তাদের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে৷ তাদের অনেকেই জীবিকার জন্য প্লাটফর্মটির ওপর নির্ভর করে৷ এর মানে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে গেলে অনেকেই তাদের পোস্ট করার জন্য বিকল্প সামাজিক যোগাযোগ মাধ্যম খুঁজবেন৷
মেটা তাদের ওয়েবসাইটে বলেছে, তাদের এই ‘ব্রেকথ্রু বোনাস প্রোগ্রাম’-এ যারা অংশ নেবেন তারা প্রথম ৯০ দিনের মধ্যে অ্যাপে এই অর্থ পাবেন।
৩০ দিনের মধ্যে ব্যবহারকারীদের ফেসবুকে কম করে হলেও ২০টি রিল ও ইনস্টাগ্রামে ১০টি রিল ভিডিও পোস্ট করতে হবে, যা টিকটকের আদলে মেটার বিভিন্ন ভার্টিকাল ভিডিওরই সংস্করণ।
কোম্পানিটি আরও বলেছে, অন্যান্য প্ল্যাটফর্মে আগে শেয়ার করা বিভিন্ন ভিডিও দিলে হবে না। বদলে ফেইসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ভিডিও অবশ্যই মৌলিক ও নতুন হতে হবে।
তবে এ সুযোগ সব ব্যবহারকারীর জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ নগদ অর্থ কেবল তারাই পাবেন যারা ফেইসবুক বা ইনস্টাগ্রামে সম্পূর্ণ নতুন হবেন।
অর্থ দেওয়ার ক্ষেত্রে কোম্পানিটি ‘কেস-বাই-কেইস’ ভিত্তিতে কাকে গ্রহণ করবে তার সিদ্ধান্ত নেবে মেটা। কারণ, এ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য ব্যবহাকারীদের আবেদন করতে হবে।
এ ছাড়া, আরও অন্যান্য সুবিধাও দিচ্ছে মেটা। যেমন– কোম্পানিটির ‘ব্লু চেক’ ভেরিফিকেশন সিস্টেম বিনামূল্যে পাবেন এসব নতুন ব্যবহারকারী।