সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন প্রচারে সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার মামলায় তোহা হোসাইন নামে এক টিকটকারকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মো. মাহবুবুর রহমানের আদালত সোমবার এ আদেশ দেন।
এদিন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মো. রাজিব হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। আসামির আইনজীবী জামিনের আবেদন করেন।
শুনানি নিয়ে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন বলে মিরপুর মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল জানান।
তোহার ফেইসবুক পেইজ ও টিকটক আইডি থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে রোববার মামলা হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মো. রিফাতুল হক শাওন, পারভেজ কবির, তৌহিদুল ইসলাম শীতলসহ কয়েকজন নিজেদের মিরপুরের ‘সমাজ সচেতন নাগরিক’ পরিচয়ে মামলায় অভিযোগ করেন, তোহা জুয়ার সাইট ‘প্রমোশন’ করে যুব সমাজকে জুয়া ও অনৈতিক আয়ে ‘প্রলুব্ধ করছেন’। এতে বিভিন্ন বয়সী মানুষ প্রতারিত ও সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।