লকডাউনে দেশে স্মার্টফোন বিক্রি আপাতত বন্ধ। তবে প্রথম কোয়ার্টারের হিসাবে চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো এর কাছে দ্বিতীয়স্থান হারালো দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং ।
সম্প্রতি এই তথ্য জানিয়েছে মার্কেট রিসার্চ সংস্থা Canalys। এই মুহূর্তে ভারতের স্মার্টফোন বাজারের ১৯.৯ শতাংশ দখল করে রয়েছে ভিভো । ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকে গোটা দেশে মোট ৬৭ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি। ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে এই সংখ্যাটা ছিল ৪৫ লক্ষ। অর্থাৎ এক বছরে ৪৮.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে কোম্পানি।
অন্যদিকে স্যামসাং-এর মার্কেট শেয়ার ১৮.৩ শতাংশ। কোম্পানির বৃদ্ধির হার কমেছে ১৩.৭ শতাংশ। চলতি বছর প্রথম ত্রৈমাসিকে ৬৩ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে সংস্থাটি। ২০১৯ সালের জানুয়ারি থেকে মার্চে এই সংখ্যাটি ছিল ৭৩ লক্ষ।
প্রতিযোগীদের অনেকটা পিছনে ফেলে ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে শাওমি। ভারতের বাজারের ৩০.৬ শতাংশ বেজিংয়ের কোম্পানির পকেটে। চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে মোট ১ কোটি ৩ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে শাওমি। এই সময়ে কোম্পানির বৃদ্ধির পরিমাণ ৮.৪ শতাংশ।
উল্লেখযোগ্য ভাবে চার নম্বরে উঠে এসেছে রিয়েলমি। চলতি বছর প্রথম ত্রৈমাসিকে মোট ৩৯ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে রিয়েলমি। এই তালিকায় পাঁচ নম্বরে অপো।একই সময়ে মোট ২৮ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে।