গত বছরের ডিসেম্বরে নতুন প্রজন্মের প্রসেসর উন্মোচন করেছে বিখ্যাত মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোয়ালকম। স্ন্যাপড্রাগন ৮৬৫ মডেলের এ সিস্টেম অন চিপ (SoC) নতুন প্রজন্মের মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি ফাইভজি সমর্থন করে। এ চিপকে বলা হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে উন্নত’। এটি ওয়াইফাই ৬, নতুন প্রযুক্তির ব্লুটুথ অডিও, গিগাপিক্সেল স্পিড ফটোগ্রাফি, ডেস্কটপের মতো শক্তিশালী এলিট গেমিং ইত্যাদি ফিচার যুক্ত করা হয়েছে। সঙ্গে আরো উন্নত এআই ইঞ্জিন তো থাকছেই।
এ বছর এরই মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজ, ভিভোর আইকিউওও ৩ এবং রিয়ালমি এক্স৫০ প্রো স্মার্টফোনগুলোতে এ চিপ ব্যবহার করা হয়েছে। কোয়ালকম জানিয়েছে, নতুন এ শক্তিশালী চিপ যুক্ত ৭০টির বেশি মডেলের স্মার্টফোন বাজারে আসবে ।
সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে স্ন্যাপড্রাগন ৮৬৫ ফাইভজি সমর্থনযোগ্য চিপযুক্ত স্মার্টফোনের একটি তালিকা দেয়া হয়েছে। চলতি বছরই এগুলো উন্মোচন হবে-
শাওমির ব্ল্যাক শার্ক ৩
আসুস আরওজি ফোন থ্রি
আসুস জেনফোন ৭
এফসিএনটি অ্যারোস ফাইভজি
ভিভো আইকিউওও ৩
লেজিওন গেমিং ফোন
নুবিয়া রেড ম্যাজিক ফাইভজি
অপো ফাইন্ড এক্স২
রিয়ালমি এক্স৫০ প্রো
রেডমি কে৩০ প্রো
স্যামসাং গ্যালাক্সি এস২০, এস২০+, এস২০ আলট্রা
শার্প অ্যাকুস ফাইভজি
সনি এক্সপেরিয়া ১ টু
ভিভো অ্যাপেক্স ২০২০ কনসেপ্ট ফোন
শাওমি মি ১০
শাওমি মি ১০ প্রো
জিটিই অ্যাক্সন ১০এস প্রো