পুরোনো বেশকিছু ফোনে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সেবা বন্ধ হতে চলেছে। চলতি মাসের ৩১ তারিখ হতে ৪৭টি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এ তালিকায় আইওএস, অ্যান্ড্রয়েড দুই ধরনের ডিভাইসই রয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর থেকে আইওএস ১০ এবং আইওএস ১১ সম্বলিত আইফোনে হোয়াটসঅ্যাপ তাদের সেবা বন্ধ করে দেয়। সে তালিকায় মাত্র দুইটি ফোন থাকলেও এবারের তালিকাটা বেশ লম্বা।
যেসব ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না
১) আইফোন ৫, ২) আইফোন ৫সি, ৩) আর্কোস ৫৩ প্লাটিনাম, ৪) গ্র্যান্ড এস ফ্লেক্স জেডটিই, ৫) গ্র্যান্ড এক্স কোয়াড ভি৯৮৭ জেটটিই, ৬) এইচটিসি ৫০০, ৭) হুয়াওয়ে এসসেন্ড ডি, ৮) হুয়াওয়ে এসসেন্ড ডি১, ৯) হুয়াওয়ে এসসেন্ড ডি২, ১০) হুয়াওয়ে এসসেন্ড জি৭৪০, ১১) হুয়াওয়ে এসসেন্ড মেটা, ১২) হুয়াওয়ে এসসেন্ড পি১, ১৩) কোয়াড এক্সএল, ১৪) লেনোভো এ৮২০, ১৫) এলজি ইএনএসিটি, ১৬) এলজি লিকিউসিআইডি ২, ১৭) এলজি অপটিমাস ৪এক্স এইচডি, ১৮) এলজি অপটিমাস এফ৩, ১৯) এলজি অপটিমাস এফ৩ কিউ, ২০) এলজি অপটিমাস এফ৫G।
২১) এলজি অপটিমাস এফ৬, ২২) এলজি অপটিমাস এফ৭, ২৩) এলজি অপটিমাস এল২, ২৪) এলজি অপটিমাস এল৩, ২৫) এলজি অপটিমাস এল৩ ডুয়াল, ২৬) এলজি অপটিমাস এল৪, ২৭) এলজি অপটিমাস এল৪ ডুয়াল, ২৮) এলজি অপটিমাস এল৫, ২৯) এলজি অপটিমাস এল৫ ডুয়াল, ৩০) এলজি অপটিমাস এল৫ টু, ৩১) এলজি অপটিমাস এল৭, ৩২) এলজি অপটিমাস এল৭ টু, ৩৩) এলজি অপটিমাস এল৭ ডুয়াল, ৩৪) এলজি অপটিমাস নিটু এইচডি, ৩৫) মেনো জেটটিএ ভি৯৫৬, ৩৬) স্যামসাং গ্যালাক্সি এসিই ২, ৩৭) স্যামসাং গ্যালাক্সি কোর, ৩৮) স্যামসাং গ্যালাক্সি এস২, ৩৯) স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ৪০) স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড টু, ৪১) স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড লাইট, ৪২) স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ২, ৪৩) সনি এক্সপিয়িরা এআরসি এস, ৪৪) সনি এক্সপিয়িরা মিরো, ৪৬) সনি এক্সপিয়িরা নিও এল, ৪৭) ডাব্লউআইকিউ।