সম্প্রতি সময়ে গুগল এডসেন্স বেশ কয়েকটি দেশে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর মূল কারণ হচ্ছে সেলফ ক্লিক৷ নিজে নিজেই নিজের সাইটের এড ক্লিক করার কারণে সে সকল দেশের এডসেন্স লাইসেন্স বাতিল করা হয়েছে৷ সম্প্রতিক সময়ে নাইজেরিয়ার এডসেন্স লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে গুগল।
অনেকের আশঙ্কা বাংলাদেশের ইউজাররা যদি অবৈধ ভাবে তাদের সাইটে ট্রাফিক নিয়ে আসে অথবা সেলফ ক্লিক করে তাহলে কিছুদিনের মধ্যে বাংলাদেশ থেকেও উধাও হয়ে যাবে গুগল এডসেন্স৷ অনেকেই মনে করে গুগল অ্যাডসেন্স বাংলাদেশ থেকে চলে গেলে প্রাধান্য পাবে দেশিয় অ্যাড নেটওয়ার্কগুলো।
ভবিষ্যতে এমন হলে কি করবেন? সেই কারণেই গুগল এডসেন্সের বিকল্প কিছু এড নেটওয়ার্ক সম্পর্কে জেনে রাখুন৷
মিডিয়া.নেট :
মিডিয়া.নেটকে গুগল এডসেন্স এর বিকল্প এড নেটওয়ার্ক বলে অভিহিত করা হয়৷ তবে বাংলাদেশিরা অর্থাৎ বাংলা সাইটগুলো এখান থেকে মনিটাইজ পেতে পারবে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে।
কারণ তাদের মনিটাইজ পলিসিতে উল্লেখ করা রয়েছে, সাইটের ভিজিটর অবশ্যই উন্নত দেশ থেকে আসতে হবে। অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা এই সকল দেশ থেকে।
এডস্টেরা.কম :
গুগোল অ্যাডসেন্সে সমপরিমাণ পে করে থাকে এই এটি নেটওয়ার্কটি। সম্প্রতি সময়কালে আমিও এই এড নেটওয়ার্ক টি ব্যবহার করছি৷ এবং বেশ ভাল ফলাফল পেয়েছি। তবে সাইটে ভিজিটর খুবই অল্প পরিমাণে থাকলে এখানে আর্নিং যোগ হয় না । কমপক্ষে সাইটের ডেইলি এক হাজার ভিজিটর থাকতে হবে। তবে ভালো কিছু আশা করা যাবে!
এডনাও.কম:
অ্যাড কোয়ালিটি তেমন ভাল নয় । তবে এই অ্যাড নেটওয়ার্কের বিভিন্ন সুবিধা রয়েছে৷ প্রথমত ইনস্ট্যান্ট মনিটাইজ, দ্বিতীয়তঃ কোন কপি কনটেন্ট থাকলেও মনিটাইজ পাওয়ার ১০০% সম্ভাবনা। তৃতীয়ত আপনার সাইটে যে পরিমান ভিজিটর থাকবে ঠিক সেই পরিমানই পে করবে। বাংলাদেশি সাইটে ২০০ থেকে ৩০০ ভিসিটরে ১-২ ডলার পে করে থাকে৷
প্রোপেলার এডস. কম
হাই সিপিসি এড নেটওয়ার্কটি গুগলের চেয়ে কোন অংশেই পিছিয়ে নেই। এখানে মনিটাইজ পেতে বেশি সময় লাগে না । তবে মনিটাইজ পেতে বেশ বেগ পেতে হয়৷ প্রথমত আপনার সাইটে ইউনিক কন্টেন্ট থাকতে হবে৷ তার পাশাপাশি আপনার সাইটে মাসিক ১০০০০+ ভিজিটর থাকতে হবে৷ উক্ত শর্তগুলো আপনি পূরণ করলে সাথে সাথে মনিটাইজেশন পেয়ে যাবেন। বর্তমানে অনেকেই অ্যাডসেন্স এর চেয়ে এই নেটওয়ার্কটি বেশি ব্যবহার করছে৷ দিনকে দিন যত এডসেন্সের রুলস উন্নত হচ্ছে, ততো মানুষ এই ধরনের এড নেটওয়ার্ক এর দিকে আকৃষ্ট বেশি হচ্ছে।
এরপরে যে নেটওয়ার্ক নিয়ে কথা বলবো সেটি বাংলাদেশের একটি এড নেটওয়ার্ক ।
গ্রিনরেড.কম
২০০৯ সালে এটি তাদের যাত্রা শুরু করে। তবে অ্যাড নেটওয়ার্ক হিসেবে নয়৷ বরং একটি আইটি প্রতিষ্ঠান হিসেবে৷ পরবর্তীতে তারা এড নেটওয়ার্ক হিসেবে আত্মপ্রকাশ করে৷ খুব একটা পে না করে থাকলেও দেশি এর নেটওয়ার্ক হিসেবে এটিকে আমাদের তালিকায় রাখা যায়৷
অনেকের ধারণা দেশি অ্যাপ্লিকেশন অথবা ওয়েবপোর্টাল গুলো যদি এই এড নেটওয়ার্ক থেকে সাহায্য করে তাহলে অদূর ভবিষ্যতে এটি অনেক দূর এগিয়ে যাবে।
Bidvertiser
কিছুদিন আগে এই অ্যাড নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জানিয়েছিল তারা ইচ্ছে করলে গুগল এডসেন্সকে ছাড়িয়ে যেতে পারে । এবং সেই প্রত্যয় নিয়ে তারা অনেকটাই সফলকাম হয়েছে৷ তবে মনিটাইজ পলিসি যদি আরও উন্নত করে তাহলে ভবিষ্যতে আরো অনেকদূর এগিয়ে যেতে পারবে এই এড নেটওয়ার্কটি ।
অ্যাড নেটওয়ার্কগুলি যদি ভালো অ্যাডভাইজার পায় এবং তাদের মনিটাইজ পলিসি আপডেট করে তাহলে নিঃসন্দেহে তারা গুগল এডসেন্স কে ছাড়িয়ে যাবে। আমাদের বাংলাদেশের অ্যাড নেটওয়ার্কের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এজন্য বড় বড় কোম্পানি, ওয়েব পোর্টাল এবং এপ্লিকেশনগুলোকে এগিয়ে আসতে হবে৷