নতুন বছরের প্রথম মাসের অর্ধেক পার হয়ে গেছে আর এখনো যারা কম বাজেটে বাজেটের মধ্যে সেরা পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্যই এবারের বিল্ড গাইড। এবারের টার্গেট থাকবে ২০ হজার টাকার মধ্যে সবথেকে ভাল পিসি বিল্ড করা। তবে চলুন শুরু করা যাক।
প্রোসেসরঃ প্রোসেসর হিসেবে আমরা বেছে নিয়েছি এএমডি অ্যাথলন ২০০জিই যার সাথে থাকছে ভেগা৩ এর গ্রাফিক্স। বেশ নিম্ন মানের প্রোসেসর মনে হলেও এই বেজেটে এর চাইতে ভাল মানের প্রোসেসর পাওয়া সম্ভব নয়। এই প্রোসেসরের ক্যাশ মাত্র ৫এম এবং ক্লক স্পীড হলো ৩.২ গিগা হার্য।
মাদার্বোর্ডঃ মাদারবোর্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে গ্যালাক্স অরাস এ৩২০ যাতে আছে এএম৪ সকেট। নাম হয়ত অনেকেই জানেন না তবে বাজেট পিসি বিল্ডের সময় এই মাদারবোর্ডের তুলনা হয় না। এই বোর্ডে সিপিইউ আপগ্রেডের সুবিধাও আছে। এতে আছে একটি ভিজিএ, একটি এইচডিএমআই, একটি কম্বাইন্ড পিএস২ পোর্ট, ২টি ইউএসবি ৩.০ পোর্ট সহ ৪টি ইউএসবি ২.০ পোর্ট ও ল্যানপোর্ট এবং ৩টি অডিও পোর্ট। এতে আছে ২টি ডিডিআর৪ র্যাম স্লট যেগুলো দিয়ে সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এতে স্টোরেজের জন্য আছে ৪টি সাটা পোর্ট ও একটি এম ডট২ পোর্ট ও মাউন্ট করার জন্য দরকারি হোল। পাশাপাশি এতে আছে একটি পিসিআই এক্সপ্রেসের ৩য় প্রজন্মের পোর্ট যেখানে ব্যবহার করা যাবে পছন্দের গ্রাফিক্স কার্ড।
র্যামঃ র্যাম হিসেভে আমরা ২৪০০ মেগা হার্যের ২টা এডেটা ৪ গিগাবাইট র্যাম ব্যবহার করব।
স্টোরেজঃ স্টোরেজ হিসেবে আমরা বেছে নিয়েছি একটি ন্যানো এসএসডি। এটি হলো ফুজিটাসু ১২৮ গিগবাইট এম ডট২ হাই স্পীড এসএসডি। আপনি চাইলে সাথে একটা হার্ড ডিস্ক নিতে পারেন ডেটা স্টরের জন্য।
হয়ে গেল আমাদের বাজেট পিসি বিল্ড। এই বিল্ডটিতে আমাদের কম বেশি ১৯ হাজারের মত টাকা খরচ হবে। আমাদের টার্গেট ছিল ২০ হাজারের মধ্যে সবথেকে ভাল মানের পিসি বিল্ড যা আমরা করে ফেলেছি। নিশ্চয় একটা ২০ হাজার টাকার পিসি দিয়ে লাখ টাকার পিসির মতো গেমিং করা যাবে না। তবে এতে ইমুলেটর দিয়ে বিভিন্ন ধরণের গেম খেলা যাবে।