মাইক্রোসফট গত ২৪ তারিখের লঞ্চ ইভেন্টে তাদের নতুন এক অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এর ঘোষণা দিয়ে দিয়েছে। আর শুধু ঘোষণাই নয় বরং এর সাথে কী কী নতুন ফিচার যুক্ত হবে আর কী কী জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না সেটাও জানানো হয়েছে। আর অবশ্যই এই নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে আপনার কী কী থাকতে হবে সেটাও দেখানো হয়েছে। তবে চলুন জেনে নেই আপনার কম্পিউটারে কী কী থাকলে উইন্ডোজ ১১ ব্যবহার করা যাবে।
উইন্ডোজ ১১ ইন্সটল করতে হলে আপনার কম্পিউটারে খুব একটা বেশি কিছু থাকতে হবে না। যদি মেমরি তথা RAM এর কথায় আসি, তাহলে আপনার সিস্টেমে কম করে হলেও ৪ গিগাবাইট মেমরি থাকতে হবে। যদিও এখন ৪ গিগাবাইট এর কম এ কোন মেমরি দেখা যায় না। তাই আপনার সিস্টেমে যদি ৪ গিগাবাইট মেমরি থাকে তাহলে আপনার কম্পিউটার এ উইন্ডোজ ১১ ব্যবহার করা যেতেই পারে। তবে আপনার কম্পিউটার যদি আরও পুরাতন হয়ে থাকে মানে যদি ২ গিগবাইটের মেমরি থাকে তাহলে আপনার কম্পিউটার আপগ্রেড করা উচিত। আর উইন্ডোজ ১১ কে ভালমত ব্যবহার করতে হলে ৮ গিগাবাইট মেমরি থাকলে ভাল হয়। তবে এখন অনেক কম্পিউটারেই ৮ গিগাবাইটের মেমরি দেখা যায়।
এবার আসা যাক প্রোসেসরে। আমরা অনেকেই ৩২ বিট আবার অনেকেই ৬৪ বিট প্রোসেসর ব্যবহার করে থাকি। আবার আমরা অনেকেই ৬৪ বিটের প্রোসেসরে ৩২ বিট এর অপারেটিং সিস্টেম ইন্সটল করি কেননা কিছু দিক দিয়ে ৩২ বিট ৬৪ বিটের চাইতে বেশি গতির। আবার ৩২ বিটের বেশ কিছু খারাপ দিকে আছে। যেমন এখনকার বেশিরভাগ সফটওয়্যারই ৬৪ বিট প্রোসেসর ও অপারেটিং সিস্টেম ছাড়া ব্যবহার করা যায় না। আর দিন বদলের সাথে সাথে উইন্ডোজ ও এবার আপগ্রেড করল তাদের ডিমান্ড। উইন্ডোজ ১১ ইন্সটল করতে আপনার প্রোসেসর ৬৪ বিটের হতেই হবে আর সাথে এর ক্লক স্পীড ১ গিগাহার্য হতে হবে আর এইটা হলো উইন্ডোজ ১১ ব্যবহার জন্য আবশ্যিক। তবে আরও ভাল প্রোসেসর হলে উইন্ডোজ আরও ভাল চলবে। যদি আপনার সিস্টেমে ৩২ বিট প্রোসেসর থাকে তাহলে আপনার আপগ্রেড করা দরকার। আপনার সিস্টেম আসলেই এখন সময়ের তুলনায় বেশ পিছিয়ে আছে।
গ্রাফিক্স এর কথা না বললেই নয়। আমরা অনেকেই ইতমধ্যেই জেনে গেছি যে উইন্ডোজ ১১ তে গ্রাফিকাল পরিবর্তন আসবে প্রচুর পরিমাণে আর সাধারণ ভাবেই আপনারা মনে করতে পারেন যে উইন্ডোজ ১১ চালাতে হয়ত গ্রাফিক্স কার্ড লাগতে পারে। তবে ভাল খবর হচ্ছে মাত্র ২৫৬ মেগাবাইটের ভিডিও মেমরি দিয়েই উইন্ডোজ ১১ ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার কম্পিউটারের মাদারবোর্ডে ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স মডিউল থাকে সেটা দিয়েই আপনি ব্যবহার করতে পারবেন।
আর এছাড়াও আপনার সিস্টেমে টিপিএম চিপ থাকতে হবে আর সেটা অবশ্যই সচল থাকতে হবে। তবে টিপিএম চিপ নিয়ে পরে এক সময় বিস্তারিত আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।