যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং ফ্রান্সের ইউনিভার্সেতে গ্রোনোব আলপ -এর গবেষণার ভিত্তিতে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। ওই প্রতিবেদনের বরাতে জানা গেছে, অগাস্ট ২০২০ থেকে জানুয়ারি ২০২১ সময় পর্যন্ত আড়াই হাজারেরও বেশি সংবাদ প্রকাশকের ফেইসবুক পেইজ খতিয়ে দেখেছেন গবেষকরা।
গবেষকরা দেখেছেন, প্রতিনিয়ত ভুল তথ্য প্রকাশ করে এমন পেইজ বেশি লাইক, শেয়ার ও কমেন্ট পেয়ে থাকে। বর্ধিত এই এনগেজমেন্ট রাজনৈতিক অঙ্গনের ক্ষেত্রেও দেখা গেছে। “ডানপন্থী প্রকাশকদের অন্যান্য রাজনৈতিক শ্রেণীর চেয়ে বিভ্রান্তিকর তথ্য শেয়ারের প্রবণতা বেশি থাকে,” – গবেষণায় এমন তথ্যও উঠে এসেছে বলে উল্লেখ করেছে পোস্ট।
এ বছরের ‘ইন্টারনেট মেজারমেন্ট কনফারেন্সের’ অংশ হিসেবে গবেষণাটি উপস্থাপন করা হবে আসছে নভেম্বরে। তবে, গবেষক লরা এডেলসন জানিয়েছেন, তার আগেও গবেষণাটি প্রকাশিত হতে পারে।
ফেইসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, গবেষণাটি শুধু এনগেজমেন্টের উপর করা হয়েছে, ‘রিচ’ এর উপর নয়। কতজন ব্যবহারকারী কন্টেন্ট দেখছেন তা ‘রিচ’ এর মাধ্যমে তুলে ধরে ফেইসবুক।
মার্কিন সামাজিক মাধ্যম এ প্রতিষ্ঠানটি অবশ্য ‘রিচ’ সম্পর্কিত ডেটা গবেষকদেরকে দেয় না। গবেষকরা নিজ কাজে ফেইসবুক মালিকানাধীন টুল ‘ক্রাউডট্যাঙ্গল’ ব্যবহার করেন যা সামাজিক মাধ্যমটির ভুল তথ্য সমস্যা বুঝতে এবং পরিমাপ করার সুবিধা দিয়ে থাকে।
কিন্তু অগাস্টে এই গবেষক দলকে ডেটায় প্রবেশাধিকার দেওয়া বন্ধ করে দিয়েছিল ফেইসবুক। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলেছিল, ডেটায় গবেষকদের প্রবেশাধিকার অব্যাহত রাখলে তা ফেডারেল ট্রড কমিশনের সঙ্গে এক সমঝোতা লঙ্ঘন করতে পারে।
কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর এফটিসি’র সঙ্গে ওই সমঝোতায় আসে ফেইসবুক। তবে ফেইসবুকের ওই দাবির পরপরই এফটিসি বলে দিয়েছে, ওই তথ্য সঠিক নয়।
মুঠোফোনের সিমকার্ড ব্যবহার করে প্রদত্ত সেবা ও ব্রডব্যান্ড...
টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন
নিউজরুম
+88016 777 00 555
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com
সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 98 07 99 88
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com
স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix