ব্যক্তিগত কম্পিউটার বা পিসির জন্য মাইক্রোসফটের উইন্ডোজ বেশ জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। উইন্ডোজ অপারেটিং সিস্টেম পরিচালিত কম্পিউটারে আপনি চাইলে একটি গোপন ফোল্ডার তৈরি করতে পারেন আর তার ভেতরে রাখতে পারেন যে কোন গুরুত্বপূর্ণ ফাইল।
একটি বিশেষ উপায় অবলম্বন ছাড়া ফোল্ডারটি দেখা যাবে না। ফলে আপনার ব্যক্তিগত ফাইল গোপনেই থাকবে সেখানে। আসুন জেনে নেই, কিভাবে এই গোপন ফোল্ডার তৈরি করবেন।
যেভাবে গোপন ফোল্ডার তৈরি করবেন
১) প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন
২) এরপর ফোল্ডারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন থেকে ‘রিনেম’ এ ক্লিক করুন, অর্থাৎ এখন ফোল্ডারের নাম পরিবর্তন করে একটা বিশেষ নাম দিতে হবে।
৩) নাম লেখার জায়গায় অল্টার বাটন চেপে ধরে ০১৬০ একসাথে টাইপ করুন। এতে করে কোন নাম ছাড়াই একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে।
এখন এই নামবিহীন ফোল্ডারটিকে ‘অদৃশ্য’ করতে হবে। এজন্য-
৪) ফোল্ডারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন থেকে ‘প্রোপার্টিজ’ এ যান
৫) ‘কাস্টমাইজ’ ট্যাবে ক্লিক করুন
৬) ‘চেঞ্জ আইকন’ ক্লিক করুন
৭) আইকনের অনেকগুলো অপশন থেকে খালি একটা আইকন নির্বাচন করে দিন।
এতে করে আপনার ফোল্ডারটি অদৃশ্য হয়ে যাবে। উইন্ডোজ এর পর্দায় ফোল্ডারটি সাধারণত আর দেখা যাবে না। কারণ এই ফোল্ডারের কোন নাম নেই, কোন আইকন নেই। তবে সাধারণ ফোল্ডারের মতোই এটি ব্যবহার করা যাবে। এর ভেতরে ফাইল রাখা যাবে, তৈরি করা যাবে আরও ফোল্ডার।
সাধারণভাবে অদৃশ্য হলেও ফোল্ডারটির ওপরে যদি মাউস রাখা হয়, শুধু তখনই ফোল্ডারটির উপস্থিতি বোঝা যাবে। বিশ্বাস না হলে উপরের ধাপগুলো অনুসরণ করেই দেখুন।