ফেসবুকের মতো মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের অডিও-ভিডিও কল করা যাবে। এই কল হোয়াটসঅ্যাপের মতো থাকবে সুরক্ষিত। এন্ড টু এন্ড এনক্রিপটেড হবে। টুইটার প্রধান ইলন মাস্ক এই তথ্য জানান।
মঙ্গলবার এক টুইট বার্তায় ইলন মাস্ক আরও জানান, নতুন সেবাগুলো যুক্ত ও চালু করার কাজ চলছে। শিগগিরই এগুলো সহজেই ব্যবহার করা যাবে।
মাস্ক বলেন, এই প্ল্যাটফর্মে দ্রুত অডিও এবং ভিডিও চ্যাট আসছে, এতে করে নিজের মোবাইল নম্বর না দিয়ে আপনি পৃথিবীর যে কারও সঙ্গে কথা বলতে পারবেন।
তিনি জানিয়েছেন, এনক্রিপটেড ডাইরেক্ট মেসেজের একটি ভার্সন বুধবার (১০ মে) থেকেই চালু হবে।
মাস্ক এও জানান, এনক্রিপ্ট করা সরাসরি বার্তা (ডিএম), দীর্ঘ টুইট ও অর্থপ্রদানের মতো বৈশিষ্ট্য থাকবে এই সেবায়।