আপনি যদি নিয়মিত বাস কিংবা ট্রেনে ভ্রমণ করেন তবে খেয়াল করলে দেখবেন ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। অনেকেই এর কারণ জানেন না। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা।
বাস, ট্রেনে ভ্রমণের আগে ব্যাটারি ফুল চার্জ করে নিলেই ভ্রমণকালীন সময়ে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। আসলে বাস-ট্রেনে সফরের সময় আপনার ফোনের নেটওয়ার্ক বারবার বিভিন্ন জোনের মধ্যে দিয়ে যায়। তখন মোবাইল নেটওয়ার্ক আরও বেশি ব্যাটারি খরচ করে।
এছাড়াও অনেক সময় জিপিএস ব্যবহারের জন্যও রানিং বাস ও ট্রেনে মোবাইল ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়।