নতুন ফোন কেনার সঙ্গে আরও একটি অ্যাক্সসরিজ সবাই কিনে থাকেন। তা হচ্ছে-ফোন কভার। বিভিন্ন ম্যাটেরিয়াল এবং বিভিন্ন ধরনের, ডিজাইনের ফোনের কভার পাওয়া যায় বাজারে। তবে এই কভার ফোনের জন্য কতটা ভালো, কতটা খারাপ তা জানেন কি?
চলুন জেনে নেওয়া যাক-
>> ফোনে কভার পরানো থাকলে তা ফোনের চারপাশে একটি শিল্ড তৈরি করে। ফলে ফোনে বাতাস প্রবাহ হয় না। এতে ফোন তাড়াতাড়ি গরম হতে পারে। আর ফোন গরম হওয়া মানে ব্যাটারির আয়ু কমে যাওয়া।
>> ফোন হাত থেকে পড়ে গেলে যাতে খারাপ না হয় তাই অনেকে দামি কভার পরান। তবে তাতে আখেরে ফোনের কার্যকারিতা কমতে পারে। কারণ ফোন গরম হলে ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে।
>> অন্তত চার্জিংয়ের সময় ফোনের কভার খুলে রাখা উচিত। কিছু ফোন কভার ফোনের চার্জিং পোর্ট বা স্পিকারের জন্য প্রয়োজনীয় স্থান কমিয়ে দিতে পারে। এর ফলে ফোন চার্জ করা বা কল করা কঠিন হতে পারে।
>> কিছু ফোনের কভার পড়ে যাওয়া থেকে ফোনকে পুরোপুরি রক্ষা করতে পারে না। ফোনের কভার ঠিকমতো লাগানো না থাকলে পড়ে গেলেও ফোন ভেঙে যেতে পারে।