অনেক সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে বিজ্ঞাপন সামনে আসে। ভুল করে কিংবা ইচ্ছা করেই সেগুলোতে ক্লিক করে বসেন। ফলে আপনার ডিভাইস হ্যাক হয়ে যাচ্ছে নিমিষেই।
ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই সুবিধার সাথে সাথে আসে নানা ধরনের ঝুঁকিও। বিশেষ করে অজানা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনার ডিভাইস, ব্যক্তিগত তথ্য বা আর্থিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
অজানা লিঙ্কে ক্লিক করার প্রধান বিপদসমূহ কী কী জেনে রাখুন-
ম্যালওয়্যার এবং ভাইরাস সংক্রমণ- সন্দেহজনক লিঙ্কে ক্লিক করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার বা ভাইরাস ঢুকে পড়তে পারে। এগুলো আপনার ফাইল নষ্ট করতে পারে বা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
ফিশিং আক্রমণ- অনেক ক্ষেত্রে লিঙ্কটি এমন একটি ওয়েবসাইটে নিয়ে যায় যা দেখতে আসল ওয়েবসাইটের মতো। এখানে আপনার ব্যবহারকারী নাম, পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য দিলে তা হ্যাকারদের হাতে চলে যেতে পারে।
ব্যক্তিগত তথ্য চুরি- কিছু লিঙ্ক এমন স্ক্রিপ্ট চালায় যা আপনার ডিভাইস থেকে আপনার লোকেশন, ব্রাউজিং হিস্ট্রি বা অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
আর্থিক প্রতারণা- অনেক সময় এসব লিঙ্কের মাধ্যমে মিথ্যা লটারি বা অফারের কথা বলে টাকা হাতিয়ে নেওয়া হয়। আপনি যদি কোনো ব্যক্তিগত আর্থিক তথ্য দেন, তবে তা চুরির ঝুঁকিতে পড়ে।
ডিভাইস লক হওয়া বা ফাইল এনক্রিপ্ট করা- র্যানসমওয়্যার আক্রমণের মাধ্যমে আপনার ডিভাইস লক হয়ে যেতে পারে বা গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করা হতে পারে।